সাধন মন্ডল,
জঙ্গলমহলের মদন গোপাল জিউ রায়পুর ইসকন মন্দিরে যথাযোগ্য মর্যাদায় মহাসমারোহে ধুমধাম এর সহিত পালিত হচ্ছে রাধাষ্টমী উদযাপন অনুষ্ঠান। সকালে রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক হয় এরপর সারাদিনব্যাপী নাম গান পরিবেশিত হয়। ভগবানের উদ্দেশ্যে ওয়াজ 56 ভোগ নিবেদন করা হয়েছে 56 ভোগ এর বিভিন্ন উপকরণ দিয়ে সবজি, মিষ্টান্ন, ফল ইত্যাদি নিবেদন করা হয়েছে। মন্দিরের বর্তমান পূজারী কৃষ্ণদাস ছন্দ প্রভু বলেন রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে কৃষ্ণ ভাবাপন্ন সমস্ত মন্দিরে আজ রাধাষ্টমী অর্থাৎ রাধারানীর জন্ম দিবস পালিত হচ্ছে। রায়পুরে তার ব্যতিক্রম হয়নি এখানে রাধারানীর উদ্দেশ্যে 56 ভোগ নিবেদন করা হয়েছে দুপুরে প্রায় 200 জন ভক্ত প্রসাদ গ্রহণ করবেন পুরোটাই কোভিদ বিধি মেনে।।