Spread the love

রায়গঞ্জে মন্দিরে রক্তাক্ত বৃদ্ধা, এলাকায় চাঞ্চল্য,

গোপাল দেবনাথ,  

উত্তর দিনাজপুরে রায়গঞ্জে কুলিক নদীর তীরে রয়েছে পাঁচশো বছরের পুরাতন করুণাময়ী কালী মন্দির। এখানে  পুরোহিতের দায়িত্বে রয়েছেন মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়। শুক্রবার সকালে মন্দির চত্বরে ঘোরাফেরা করছিলেন তাঁর মা চিত্রা। সেই সময় হঠাতই সেখানে যায় এলাকারই বাসিন্দা রামু সাহা। তার হাতে ছিল একটি রড।প্রথমে সেখানে রাখা একটি গাড়িতে ভাঙচুর চালায় রামু। বিষয়টি দেখে হতবাক হয়ে যান চিত্রাদেবী। এগিয়ে যান গড়িটির দিকে। সেই সময় ফিরে এসে চিত্রাদেবীকে এলোপাথারি আক্রমণ করে রামু। সঙ্গে সঙ্গে মন্দির চত্বরেই লুটিয়ে পড়েন বৃদ্ধা। বিষয়টি নজরে পড়তেই তড়িঘড়ি হাসপাতালে ভরতি করা হয়েছে চিত্রাদেবীকে। প্রকাশ্যে এসেছে ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ। যা দেখে শিউরে উঠছেন পুলিশ আধিকারিকরাও।এই বিষয়ে রায়গঞ্জ  থানার আইসি সংবাদ মাধ্যম কে জানিয়েছেন, ‘ঘটনার তদন্ত শুরু করা হয়েছে’। জানা গিয়েছে, অভিযুক্ত রামু মানসিক ভারসাম্যহীন। সেই কারণে বহুদিন ধরে তার চিকিত্‍সাও চলছিল। তবে কোনও লাভ হয়নি। মাঝে মধ্যেই এলাকায় তাণ্ডব চালাতো সে। এই ঘটনায় স্বাভাবিকভাবেইই ভেঙে পড়েছেন আহত বৃদ্ধার ছেলে। তিনি জানিয়েছেন, আগেও স্থানীয়দের মারধর করেছে অভিযুক্ত। তবে এহেন ঘটনা ঘটতে পারে তা ভাবতে পারেনি কেউ।এই ঘটনায় তীব্র চাঞ্চল্য রয়েছে এলাকায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *