Spread the love

রাণীগঞ্জে ইসিএলের নিরাপত্তা রক্ষী খুন, চাঞ্চল্য 

ওয়াসিম বারি

সোমবার ভোরের দিকে পশ্চিম বর্ধমান জেলার রাণীগঞ্জে ইসিএলের এক নিরাপত্তা রক্ষী খুন নিয়ে চরম চাঞ্চল্য দেখা যায়। নিহত নিরাপত্তারক্ষীর নাম মনোজ চৌহান (৩২)। অন্ডাল  থানার জামবাদ বেনিয়াডিহি এলাকার বাসিন্দা তিনি। ইসিএলের রেলওয়ে সাইডিংয়ের নিরাপত্তারক্ষী ছিলেন মনোজ। তাঁকে খুন করার অভিযোগ উঠল এলাকারই বেশ কয়েকজন কয়লা চোরেদের বিরুদ্ধে। তারা এই নিরাপত্তারক্ষীকে কয়লা কাটার গাইতি দিয়ে কুপিয়ে খুন করেছে বলে অভিযোগ।স্থানীয় সুত্রে প্রকাশ, এদিন ভোর পাঁচটা নাগাদ অন্য নিরাপত্তারক্ষীরা  দেখেন  মনোজের রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে। তারপরেই কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। মনোজ চৌহানের দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে রানিগঞ্জ থানার পুলিশ।ইসিএলের বেসরকারি নিরাপত্তারক্ষীদের দাবি, কয়লা চুরি করতে আসা চোরেদের বাধা দিয়েছিলেন মনোজ। চুরি করতে  না পারায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই নৃশংস খুনের ঘটনার পর নিরাপত্তারক্ষীরা তাঁদের নিরাপত্তা নিয়ে  বিক্ষোভ প্রদর্শন দেখান। পাশাপাশি মৃতের পরিবারকে চাকরি ও উপযুক্ত ক্ষতিপূরণের দেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।প্রসঙ্গত , বাংলায় কয়লা ও গরু পাচারের মতো কেলেঙ্কারির দ্রুত কিনারা করতে গোড়া থেকে দ্রুততার সঙ্গে কাজ চালাচ্ছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  সিবিআই ও  ইডি এই তদন্ত চালাচ্ছে  । কয়লা পাচার মামলায়  অভিযুক্ত হিসেবে যাদের নাম উঠে এসেছে, তাদের সকলের বাড়ি, অফিস স্ক্যানারে এনেছেন তদন্তকারীরা। নজরে রয়েছে কেন্দ্রীয় কয়লা সংস্থা ইসিএল-ও।ঠিক এইরকম পরিস্থিতিতে রাণীগঞ্জে ইসিএলের এক নিরাপত্তা রক্ষী খুন নিয়ে চরম চাঞ্চল্য পড়ে গেল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *