যুগের হাওয়া,
দেবস্মিতা রায় দাস,
মিথ্যে লোভের প্রাচীর তুলে
সত্যেরই গান গেয়ে যাস
সত্যি যুগ পালটেছে আজ
এই কি তবে বলতে চাস?
যেইটুকু তোর শক্তি ছিল
তোয়াজ করেই মিটল তা
সত্যিকারের সত্যিগুলো
ধোঁয়ায় ঢেকেই থাকলো বা!
যন্ত্রণা আর দলিত কথা
শুনতে পাওয়া বড়োই দায়
অর্থ জায়গা করে নিয়ে
মূল অর্থ বিলোপ পায়।
নারীবাদী শব্দগুলো
উচ্চকন্ঠে আকার পায়
মূল্য তার কোথায় আজ
ভোগ্য পণ্য বই তো নয়।।
এই কি তবে হৃদয় মাঝে
এই কি তবে দেখতে চাস?
কিসের জোরে আলোর মন্ত্রে
দীপ্ত হতে হাত বাড়াস!!