খায়রুল আনাম,
বীরভূম : নিজের বিবাহিত বোনকে মোবাইল ফোনে বার বার উত্ত্যক্ত করায়, তার প্রতিবাদ করেন ভাই। এমন কী, ওই মহিলার স্বামীও এ ব্যাপারে তাকে সাবধান করে দিয়েছিলন। তারপর থেকে মোবাইলে আরও উত্ত্যক্ত করা থেকে নানান ধরনের অশোভন প্রস্তাবও দেওয়া হয়। আর তারপরই নলহাটি থানার ডাঙ্গাপাড়া গ্রামের ওই মহিলার ভাই শেখ রাহুলের সাথে বিবাদে জড়িয়ে পড়ে পাশের কাদিপুর গ্রামের শেখ জামাল। এই জামালই মোবাইলে অশ্লীল প্রস্তাব দিতো শেখ রাহুলের বিবাহিত বোনকে। উভয়ের মধ্যে ঝগড়া চলার সময়ই শেখ জামাল ও তার ভাই শেখ কারেন্ট আচমকা শেখ রাহুলের গলায় ধারালো ছুরির কোপ বসিয়ে দিয়ে চম্পট দেয়। তাকে উদ্ধার করে নলহাটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয়েছে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। পুলিশ অভিযুক্ত শেখ জামাল ও তার ভাই শেখ কারেন্টকে গ্রেপ্তার করেছে।