সেখ সামসুদ্দিনঃ মোবাইল নিয়ে দিদি বোনের সাথে ঝগড়া অশান্তির জেরে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী ছোট বোন। ঘটনাকে ঘিরে শোকের ছায়া কালনা নান্দাই পঞ্চায়েতের উত্তর রামেশ্বরপুর এলাকায়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মোবাইলে কাটুন দেখাকে কেন্দ্র করে অষ্টম শ্রেণির ছাত্রী বাসন্তী হাওলাদারের সাথে তার দিদির ঝগড়া অশান্তি বাধে। এরপরই অভিমানী বোন পাশের ঘরে গিয়ে গলায় দড়ি দেয়, সাথে সাথেই উদ্ধার করে ওই রাতেই কালনা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিন বুধবার কালনা মহকুমা হসপিটালে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। ঘটনার পর এলাকায় নেমে আসে শোকের ছায়া।