Spread the love

২৪ অক্টোবর, সেখ সামসুদ্দিনঃ মেমারি থানার দুর্গাপুর অঞ্চলের শ্যামনগর তরুণ সংঘ ও গ্রামবাসীবৃন্দের পরিচালনায় শ্যামনগর ফুটবল মাঠে দুইদিনের নক্ষত্র আউট ফুটবল প্রতিযোগিতা করা হয়। ১৬ টি টিমের অংশগ্রহণে ৩০ তম প্রতিযোগিতা চলে। মাঠে দর্শকদের সামনে সম্বর্ধনা দেওয়া হয় মেমারির খুদে বিজ্ঞানী দিগন্তিকা বোসকে এবং পুষ্প বৃষ্টির মধ্য দিয়ে দর্শকদের সাথে পরিচয় করানো হয়। পরে ফাইনাল খেলার সূচনায় বেলুন উড়িয়ে সাফল্য কামনা করে দিগন্তিকা। ফাইনাল খেলায় অংশগ্রহণকারি খেলোয়াড়দের সাথে মিলিত হন মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জী ।এদিন মাঠের চারিপাশে উপচে পড়া দর্শক যা ইদানীংকালে সচারচর দেখা যায় না। থানার ওসিকে পর্যন্ত মাঠে প্রবেশ করতে যথেষ্ট সমস্যায় পড়তে হয়। এদিন ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে হানিফা সাজিদ কোচিং সেন্টার ও সন্তোষী একাদশ। ট্রাইবেকারে ১-০ গোলে চ্যাম্পিয়ন হয় হানিফা সাজিদ কোচিং সেন্টার। চ্যাম্পিয়ন টিমকে ৩৩ হাজার টাকা ও ট্রফি দেওয়া হয় এবং রানার্স টিমকে ২৭ হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়। ম্যান অফ দ্য ম্যাচ হন অজিত টুডু। তবে লক্ষ্যণীয় ছিল কয়েক হাজার দর্শক থাকলেও সম্পূর্ণ শান্তিপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *