Spread the love

২১ নভেম্বর, সেখ সামসুদ্দিনঃ মেমারি বিধানসভার দেবীপুর অঞ্চলের গোবিন্দপুরে স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়ন কেন্দ্রিক আলোচনা সভা হয়। এলাকাবসীদের নিয়ে জায়গা জট ছাড়াতে বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য আলোচনায় বসেন। বর্তমানে থাকা হেল্থ সেন্টারের জায়গা প্রায় ছয় কাটা বলে জানা যায়। গ্রামের এক ব্যক্তি হাসপাতালের জন্য দান করেন, তিনি বর্তমানে প্রয়াত। হাসপাতালের ঐ জায়গার কিয়ৎক্ষণ অংশ বাম আমলে দখল করেন এবং একটি হরিমন্দির স্থাপন করেন। বর্তমানে বিধায়ক প্রস্তাব দেন হরিমন্দির হাসপাতালের জায়গার অন্যপ্রান্তে সরিয়ে দিয়ে সুন্দর করে হাসপাতালের উন্নয়ন করতে। বিধায়কের প্রস্তাবে তারা সম্মত না হয়ে দাবি করেন হাসপাতালের সামনে রাস্তার বিপরীতে থাকা জমিতে পাঁচ কাটা জায়গা কিনে হরিমন্দির সহ চাতাল করে দিতে হবে। তাদের দাবি অনুযায়ী জমি মালিকের কাছে গিয়ে বিধায়ক প্রস্তাব দেন। জমি মালিক দুই কাটা জায়গা দিতে সম্মত হলে এলাকাবাসী মানতে অস্বীকার করেন। ফলে আজকের মতো আলোচনা শেষ করে এলাকাবাসী তাদের মধ্যে আরও ভেবে সিদ্ধান্ত নিয়ে জানাতে বলেন। বিধায়ক জানান ঐ স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৩০ লক্ষ টাকা অনুমোদন করেন। এলাকাবাসী বাধা দিলে ক্ষতি তাদেরই হবে। কেননা হয় স্বাস্থ্যকেন্দ্র অন্যত্র সরে যাবে অথবা টাকা ফেরত চলে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *