Spread the love

২২ আগষ্ট, সেখ সামসুদ্দিনঃ মেমারি ১ ব্লকের নিমো ১ অঞ্চলের বিষ্ণুপুর যুব সংঘ ও পাঠাগারের উদ‍্যোগে আইপিএল ধাঁচে বিসিপিএল অর্থাৎ বিষ্ণুপুর ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২১ প্রথম চালু করা হল। রীতিমত নীলামে আটটি দল অংশ নিয়ে প্লেয়ার কিনল। এদিনের নীলামে ১৩৫ জন খেলোয়াড়কে ১১০ জন বিক্রি হয় এবং অবিক্রি থাকে ২৫ জন প্লেয়ার। এদিনে মল্লিকাপুরের সাগর আলির দর ওঠে সর্বোচ্চ ৩২০০ টাকা, দ্বিতীয় সর্বোচ্চ দর ওঠে রসুলপরের পুট্টু সাহার ৩০০০ টাকা। রসলপুর লোকাল এলাকা থেকে রানা চ‍্যাটার্জীর দর ওঠে ১৪০০ টাকা এবং সর্বনিম্ন দর ওঠে ২৫০ টাকা। এদিন বিষ্ণুপুর যুব সংঘের সভাপতি অসীম চক্রবর্তী, সম্পাদক সুরজিৎ বিশ্বাস সহ সদস‍্যগণ উপস্থিত ছিলেন। এই টূর্ণামেন্টের মূল উদ‍্যোক্তা হলেন বিশ্বজিৎ বিশ্বাস ও গণেশ রায়। আটটি টিম যে তৈরী হল তা যথাক্রমে আদ্রিকা দীপায়ন একাদশ, সানি গারমেন্টস এন্ড কনস্ট্রাকশন, মন্দিরা একাদশ, প্রাঞ্জল একাদশ, হোটেল সোনামনি দীঘা, মিত্র বিশ্বাস একাদশ, ফাইভ স্টার কিংস ইলেভেন ও মাত্রী ইলেভেন ধাত্রীগ্রাম। উদ‍্যোক্তারা জানান ৫ সেপ্টেম্বর থেকে লীগ শুরু হবে। ঐদিন এ গ্রুপে খেলবে মাত্রী ইলেভেন ধাত্রীগ্রাম ও প্রাঞ্জল একাদশ রসুলপুর। বি গ্রুপে প্রতিযোগিতায় অংশ নেবে আদ্রিকা দীপায়ন একাদশ ও ফাইভস্টার টিম বর্ধমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *