Spread the love

মুম্বাইয়ে আছেন পাঁচ বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট কে জানালেন মোদি 

মোল্লা ওয়াসিম আক্রাম,


কোয়াড সন্মেলনে যোগ দিতে গিয়ে আমেরিকা গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের সাথে তাঁর একান্ত দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। সেখানে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন মোদি কে উদ্দেশ্য করে বলেছেন – ‘ আপনি যেখানে বসে আছেন, সেখানে আমাদের ভাইস প্রেসিডেন্ট বসে থাকেন ‘। আবার তেমনই সৌজন্য ফিরিয়ে দিয়েছেন মোদী। ২০১৩ সালে বাইডেন প্রথম বারের জন্য ভারত সফরে এসে জানিয়েছিলেন, তাঁর এক দূর সম্পর্কের আত্মীয় মুম্বইয়ে ছিলেন। তারও কয়েক বছর পরে তিনি এ কথাও জানান যে, এখনও পাঁচ জন বাইডেন (পদবির) মুম্বইয়ে আছেন, যাঁদের সঙ্গে তাঁর পারিবারিক যোগ রয়েছে। বৈঠক শুরুর আগে মোদী তাঁকে বলেন, ‘আপনি আমাকে বলেছিলেন, ভারতে আপনার পদবির কিছু ব্যক্তি রয়েছেন, যাঁরা আপনার সঙ্গে সম্পর্কিত। আমি বিষয়টি নিয়ে খোঁজ করেছি, কিছু কাগজও সঙ্গে এনেছি, যদি আপনার কাজে লাগে।’ সহাস্যে বাইডেন মোদীকে বলেন, ‘আমরা কি তাহলে সম্পর্কিত?’ মোদীও হেসে জবাব দেন, ‘নিশ্চয়।” এইরকম আলাপ আলোচনা চলে দুই দেশের রাস্ট্রপ্রধানদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *