মিডিয়েশন নিয়ে প্রচার কর্মসূচি হুগলি আইনী পরিষেবা কেন্দ্রের
মোল্লা জসিমউদ্দিন ,
হুগলি জেলার আইনী পরিষেবা কেন্দ্রের তরফে গত ১লা এপ্রিল থেকে ১৬ই এপ্রিল পর্যন্ত মিডিয়েশান ও কনন্সিলিয়েশান কমিটি, কলকাতা হাইকোর্ট এর অধীনে প্রচার কর্মসূচি চালাচ্ছে ৷ হুগলি জেলার সমস্ত মহকুমা ও সদর আদালত চত্বরে এই অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে যেখানে মামলাকারীদের অর্থ এবং সময় নষ্ট না করে তাদের বিরোধগুলি সৌহার্দ্যপূর্ণভাবে নিষ্পত্তি করার একটি সুবর্ণ সুযোগ পাবেন । হুগলি জেলার আইনী পরিষেবা কেন্দ্রের তরফে সাধারণ মানুষের সচেতনতার জন্য ট্যাবলো ব্যবহার করে মাইকিংও করছে। ৪ ও ৬ এপ্রিল যথাক্রমে শ্রীরামপুর এবং চন্দননগর মহকুমা আদালত প্রাঙ্গণে দুটি আইনি মধ্যস্থতা সচেতনতা কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। যেখানে জেলার বিচারক মধ্যস্থতাকারী শ্রী সরজিত মজুমদার এবং ডিএলএসএ-র সচিব শ্রীমতি শর্মিষ্ঠা ঘোষ মধ্যস্থতার ভাল দিক নিয়ে মতবিনিময় করবেন বলে জানা গেছে।