Spread the love

অর্ণব রায়,

বর্ধমান শহরের দেবী মন্দির গুলির মধ্যে অন্যতম হলো মা ছিন্নমস্তা মন্দির। জি টি রোড লাগোয়া এই মন্দিরে প্রতি বছর কৌশিকী অমাবস্যা তিথিতে দর্শনার্থীদের ভিড় জমে। এবছর তার আগে শুক্রবার বিকেলে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দেবীর অষ্টধাতুর মূর্তি স্থাপন করা হয়। সবুজ সংঘের উদ্যোগে সাঁওতালি নৃত্য, স্কাউট ব্যান্ড, মেয়েদের ঢাক রাসনৃত্য, রনপা, মহিলাদের নৃত্য, বাউল গান ও নৃত্য প্রভৃতির পরিবেশনায় এক জমকালো আয়োজনে খুশি এলাকার আট থেকে আশি। স্থানীয় এক বাসিন্দার কথায় অন্যান্য বছরের তুলনায় এ বছর উৎসবের গুরুত্ব অনেক বেশি। সবুজ পাঞ্জাবি পরিহিত সবুজ সংঘের সদস্যদের তৎপরতায় সন্ধ্যা আটটা নাগাদ মন্দিরের সামনে সুসমাপ্ত হয় শোভাযাত্রাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *