Spread the love

মা ও শিশুর রহস্যজনক মৃত্যুর তদন্ত নেমে গ্রেপ্তার দুই।

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- রহস্যজনক ভাবে নিজের বাড়িতেই খুন হয়ে যায় এক আদিবাসী মা ও তার ছোট শিশু।রক্তাক্ত অবস্থায় দুজনকে ঘরের ভেতর পড়ে থাকতে দেখে প্রতিবেশীরাই প্রথম পুলিশকে খবর দেয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মল্লারপুর থানার কানাচি গ্রামের আদিবাসি পাড়ায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দোষীদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবিতে শুক্রবার পথ অবরোধ করে মল্লারপুর থানায় বিক্ষোভ দেখাতে থাকে আদিবাসী সংগঠন ভারত যাকাত মাঝি পরগনা মহল ও ভারতীয় জনতা দল।
মল্লারপুর থানার পক্ষ থেকে খুনিদের খুঁজে গ্রেফতার করার আশ্বাস দিলে পথ অবরোধ ও বিক্ষোভ উঠে যায়।কথা মতো ২৪ ঘন্টার আগেই মা ও শিশুর খুনিদের গ্রেফতার করে মল্লারপুর থানার পুলিশ। জানা যায় গতকাল শুক্রবার গভীর রাতে মল্লারপুর থানার পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় থানার কানাচি গ্রামের বাবর শেখ ও ডাম্বেল টুডুকে গ্রেফতার করে।মল্লারপুর থানা পুলিশের পক্ষ থেকে শনিবার ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় বলে জানা যায়।উল্লেখ্য, মল্লারপুর থানার কানাচি গ্রামের আদিবাসি পাড়ায় মা (সূতি হাঁসদা) ও শিশুর রক্তাক্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। খুনের রহস্য উদঘাটনে ইতিমধ্যে পুলিশ ধৃতদের জেরা করছে।ঘটনার সাথে আরো কেউ যুক্ত রয়েছে কিনা এবং কি কারণে শিশু সহ মাকে নৃশংসভাবে খুন করা হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *