Spread the love

মা উড়ালপুল নিয়ে যোগীর বিজ্ঞাপন, ভূল স্বীকার সংবাদপত্রের

মোল্লা শফিকুল ইসলাম দুলাল

এক সর্বভারতীয় ইংরেজি সংবাদপত্রে কলকাতার মা উড়ালপুল এর ছবি দিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীর ছবি প্রকাশিত হয়েছিল।সেই ছবির অপব্যবহারের জন্য ভূল স্বীকার করে নিলো এই সংবাদপত্রটি।এই ঘটনা নিয়ে  তুলকালাম শুরু হয় রাজ্যের রাজনৈতিক মহলে। তৃণমূলের  তরফে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ধার করে প্রচার চালাতে হচ্ছে যোগী আদিত্যনাথ তথা উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে।  কারণ যোগীর বিজ্ঞাপনে পরিষ্কার দেখা যাচ্ছে নীল সাদা রঙের কলকাতার মা ফ্লাইওভার। এমনকি তাতে রয়েছে হলুদ ট্যাক্সিও। এদিন সংবাদ সংস্থার তরফে এই ভুলের দায় স্বীকার করে বলা হয়, তাঁদের মার্কেটিং বিভাগের ভুলের কারণেই এই গোলমাল হয়েছে। টুইট করে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য তারা ক্ষমাও চেয়ে নিয়েছে।রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এ নিয়ে টুইট করে বলেছেন, ‘এক সংবাদপত্রের বিজ্ঞাপনী ভুলকে হাতিইয়ার করে সবাই মাঠে নেমে পড়েছে। উত্তরপ্রদেশ সরকারকে অন্য রাজ্যের কাছ থেকে ধার করতে হয় না’।তবে এই  ছবি অপব্যবহার নিয়ে রাজনৈতিক তরজা এখনই থামবেনা বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *