Spread the love

সাধন মন্ডল,

মায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে রক্তদান শিবিরের আয়োজন করলেন শিক্ষক তাপস কুমার মহান্তি l করোনা পরিস্থিতিতে করোনা বিধি মেনেই মাতৃ স্মৃতিতে রক্তদান কর্মসূচির আয়োজন করলেন তিনি l বাঁকুড়া জেলার সারেঙ্গা থানার কুসুমটিকরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস বাবুর বাড়ি এই ব্লকের জামবনি গ্রামে l তাঁর বাবা চিত্তরঞ্জন মহান্তি ছিলেন বাঁকুড়া জেলার রানিবাঁধ থানার হলুদ কানালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একজন ছাত্রদরদী শিক্ষক l মা বীনাপানি মহান্তি ছিলেন গৃহবধূ l গত বৎসর বীণাপাণি দেবী পরলোকগমন করেন l মায়ের পারলৌকিক ক্রিয়াকর্মের পাশাপাশি গত বৎসরও রক্তদান কর্মসূচির আয়োজন করেছিলেন তাপস বাবু l মায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে এবছরও রক্তদান শিবিরের আয়োজন করেন তিনি l তাঁর এই মানবিক উদ্যোগকে সর্বাঙ্গসুন্দর করার জন্য এলাকার ছাত্র,যুব থেকে শুরু করে সমস্ত মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো l তাপস বাবু জানান, এদিনের কর্মসূচিতে তাঁর কন্যা সুবর্ণা মহান্তি সহ মোট 55 জন রক্ত দাতা,রক্ত দান করেন l এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে এগিয়ে এসে রক্তদান করেন,তাপস বাবুর প্রাক্তন ছাত্র ও জেলা বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের বর্তমান আধিকারিক সজল মাহাত সহ এলাকার যুব ও বয়স্ক মানুষজন উল্লেখ্য জীবনের নব্বইতম রক্ত দান করেন পার্থ প্রতিম মজুমদার l অন্যান্য রক্তদাতাদের মধ্যে ছিলেন অপূর্ব দাশ,শান্তনু মাইতি,অনিমেষ মিশ্র, শোভন নন্দী সুশান্ত খাটুয়া, অশোক মাজি (62), এলাকার বরিষ্ঠ নাগরিক অসিত হালদারের (63)মতো মানুষেরা l “রক্তদান জীবন দান “এই উদ্দেশ্যকে সামনে রেখে করোণা উ দ্ভূত পরিস্থিতিতে,মায়ের মৃত্যু বার্ষিকীতে শোকোস্তব্ধ শিক্ষকের এহেন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ l এদিনের এই শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সারেঙ্গা চক্রের অ বর বিদ্যালয় পরিদর্শক সোনালী মুর্মু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *