আমিরুল ইসলাম,
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ভাতারের বামশোর গ্রামে একটি স্কুল ছাত্রীর সঙ্গে , গ্রেফতার এক যুবক।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানে জেলার ভাতার থানার পুলিশ। পুলিশ জানায় ভয় ধৃতের নাম সুভাষ বাস্কি ওরফে ছোটকা। তার বাড়ি শক্তিগড় থানার হাটকাঁদা গ্রামে। বৃহস্পতিবার রাতে শক্তিগড়ে হানা দিয়ে সুভাষকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও পকসো ধারায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার ধৃতকে আদালতে পাঠানো হয়েছে।নাবালিকাকে এদিনই ডাক্তারি পরীক্ষার জন্য বর্ধমানে পাঠায় পুলিশ।
ভাতারের বামশোর গ্রামের ওই কিশোরী দশম শ্রেণীর ছাত্রীর মামাবাড়ি হাটকাঁদা গ্রামে। ওই গ্রামের সুভাষ বাস্কি নামে ওই যুবকের সঙ্গে বছরখানেক ধরে তার পরিচয়। মেয়েটির মামাবাড়িতে যাতায়াত ছিল সুভাষের।সেখানে দুজনের মধ্যে শারিরীক সম্পর্ক হয়। মেয়েটির বাবা বৃহস্পতিবার ভাতার থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবকটির বিরুদ্ধে। বুধবার কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তখন বাড়ির লোকজন জানতে পারেন মেয়েটি অন্তসত্ত্বা। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনা খুলে বলে কিশোরী।এরপরেই বৃহস্পতিবার মেয়েটির বাবা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।