সঞ্জয় হালদার,
পুরুলিয়া জেলা পরিষদ ও পুরুলিয়া জেলা প্রশাসনের উদ্যোগে পুরুলিয়া জেলার মানবাজার থানা এলাকায় বীর শহীদ চুনারাম মাহাতো ও গোবিন্দ মাহাতোর শহীদ দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শহীদ চুনারাম মাহাতো ও গোবিন্দ মাহাতোর মূর্তিতে মাল্যদান ও শহীদ বেদীতে পুষ্প অর্পণ করেন,। উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী ও পরিষদীয় বিভাগের রাষ্ট্রমন্ত্রী মাননীয়া সন্ধ্যা রানী টুডু, মানবাজার ১নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ও বিশিষ্ট সমাজসেবী হংসেশ্বর মাহাতো , সুজয় ব্যানার্জি,মাননীয় অজিত মাহাতো প্রমূখ ।