মাদক কান্ডে রাকেশের আবেদন খারিজ হাইকোর্টে
মোল্লা জসিমউদ্দিন টিপু ,
মাদক কান্ডে ধৃত বিজেপি নেতা রাকেশ সিংহের আর্জি খারিজ করে দিলো কলকাতা হাইকোর্ট। সোমবার দুপুরে কলকাতা হাইকোর্টে রাকেশের দাখিল পিটিশন টির শুনানি চলে। সেখানে নিম্ন আদালত অর্থাৎ আলিপুর আদালতের নির্দেশই বহাল রাখলো হাইকোর্ট। আলিপুর আদালত ধৃত রাকেশ সিংহের কন্ঠস্বর পরীক্ষার নির্দেশ দিয়েছে। এই নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দারস্থ হয়েছিলেন রাকেশ সিংহ।বিজেপি যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামী মাদক কান্ডে গ্রেপ্তার হয়েছিলেন নিউ আলিপুর থানার হাতে। তাঁকে জেরা করেই এই চক্রে রাকেশ সিংয়ের নাম উঠে আসে। কলকাতা পুলিশ যেদিন রাকেশ সিংকে গ্রেফতার করেছিল সেদিন কার্যত হইহই পড়ে গিয়েছিল। বাড়ির দরজা ভেঙে রাকেশকে গ্রেফতার করে লালবাজার। একাধিকবার আদালতে এসে পামেলা বলেছেন, -‘তাঁকে ফাঁসানো হয়েছে। কোকেন চক্রের মূল পাণ্ডা আসলে রাকেশ সিংই’। এ ব্যাপারে ফোনে তাঁকে রাকেশ সিং কবে কী বলেছিলেন তাও তদন্তকারীদের জানান পামেলা। তবে আলিপুর আদালতে রাকেশের তরফে দাবি করা হয় ওই কণ্ঠস্বর তাঁর নয়। আলিপুর আদালত নমুনা পরীক্ষার নির্দেশ দেয়। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দের এজলাসে মামলা করেন রাকেশ সিং। এদিন বিচারপতি চন্দ সেই মামলা খারিজ করে দিয়েছেন। নিম্ন আদালতের রায় বহাল থাকায় এবার রাকেশের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠাবে কলকাতা পুলিশ।এতে ক্রমশ চাপে পড়ে গেলেন বিজেপি নেতা রাকেশ সিংহ।