Spread the love

“আত্মপ্রত্যয়ী প্রয়াস – রবীন্দ্র ভারতী সোসাইটির – পরিবেশনায় মহিষাসুরমর্দ্দিনী” কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি চৌহদ্দিতে অবস্থিত ঐতিহ্যশালী সুপ্রাচীন সাংস্কৃতিক প্রতিষ্ঠান রবীন্দ্র ভারতী সোসাইটির ৭৫ তম প্রতিষ্ঠাদিবস পূর্ণ হতে চলেছে আগামী ২০২২ সালের ১৫ ই জানুয়ারি। এই প্রতিষ্ঠাবার্ষিকীকে মাথায় রেখে তারই অঙ্গ হিসাবে সোসাইটি ২০২১ সালের ১৫ ই জানুয়ারি থেকে শুরু করে আন্তর্জালিক মাধ্যমে জুম প্রযুক্তির সাহায্যে প্রতি বুধবার সান্ধ্যবৈঠকের আকারে আয়োজন করে চলেছে একটির পর একটি অনুষ্ঠান – নতুনত্ব, অভিনবত্ব ও ধারাবাহিকতার বিচারে যা অনন্যসাধারণ ও সুদূরপ্রসারী। এই রকম একটি ভাবনার সার্থক রূপায়ন দেখা গেল গত বুধবার, ৬ই অক্টোবর তারিখে। আসন্ন শারদোৎসবকে আহ্বান করে বাঙ্গালীর আবেগমথিত অনুষ্ঠান চণ্ডীপাঠ, গান ও নৃত্য পরিবেশন সম্বলিত একটি উপস্থাপনার আয়োজন করে। সুগম্ভীর ও সুললিত কণ্ঠশৈলীতে চণ্ডীপাঠ ও গ্রন্থনা পাঠ করেন সুদর্পন রক্ষিত ও হিমাদ্রী মুখোপাধ্যায়। যথাযথ ভাব ফুটিয়ে সুমধুর কণ্ঠে সঙ্গীত পরিবেশন করেন রবীন্দ্র ভারতী সোসাইটির সদস্য/সদস্যবৃন্দ। সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ভাবগম্ভীর পরিবেশে গান গেয়ে শোনান – জয়শ্রী দে, অপরাজিতা ঘোষ, শিপ্রা বসু, শম্পা গুহ রায়চৌধুরী, জয়তী মুখোপাধ্যায়, ললিতা সিনহা, সঙ্গীতা গাঙ্গুলি, দর্পনারায়ণ চট্টোপাধ্যায়, হিমাদ্রী মুখোপাধ্যায় ও সৌমিত্র বন্দ্যোপাধ্যায় স্বয়ং। সমবেত কণ্ঠে গানের সাথে সমান তালে অপূর্ব শৈলীতে নৃত্য পরিবেশন করেন কৌশিক ঘোষ, সুস্মিতা বিশ্বাস, লিসা অধিকারী ও আমেরিকা নিবাসী অনিন্দিতা নিয়োগী অনাম – একক ও যৌথভাবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়। অনুষ্ঠানের খুঁটিনাটি কারিগরি দিক নিপুণভাবে সামাল দেন সদস্য হিমাদ্রী মুখোপাধ্যায়। অনুষ্ঠান শেষে সকলকে একযোগে শারদ শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন সোসাইটির সদস্য কল্লোল মুখোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *