শালবনী ব্লকের মহাশোল নেতাজি স্পোর্টিং ক্লাব এবং মহাশোল সিনহা সিক্সার্স এর উদ্যোগে দ্বিতীয় বর্ষ মহাশোল ভলিবল প্রিমিয়ার লিগ (MVPL 2022 ) ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো মহাশোল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে – দিবারাত্রি বিভাগের প্রতিযোগিতায় ৬ টি দল অংশগ্রহণ করে , বাংলা ঝাড়খন্ড, উড়িষ্যা, হরিয়ানা, পাঞ্জাব, বিভিন্ন রাজ্যের ভলিবল খেলোয়াড়দের প্রতিযোগিতায় বিভিন্ন দলের হয়ে অংশগ্রহণ করে – যে দল গুলি অংশগ্রহণ করে তারা হলো
1: শালবনী জাগরণ ( হরিয়ানার খেলোয়াড় )
2: SPG Sixer ( হরিয়ানার খেলোয়াড় )
3: সূর্য সিক্সার ( কলকাতা খেলোয়াড় )
4: অর্জুনারি সিক্সার্স
5: চেন্নাই মুরগান
6: নুনিয়া নাইটস
লীগ এবং নকআউট পর্যায় এর মধ্যে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় #শালবনী_জাগরন
ফাইনাল খেলায় নুনিয়া নাইটস ( গিধনি ) কে সরাসরি দুটি সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় জাগরণ , – চ্যাম্পিয়ন দলে আর্থিক পুরস্কার 15000 টাকা এবং সুদৃশ্য ট্রফি , এবং বিজিত দলকে 10000 টাকা এবং সদৃশ্য ট্রফি প্রদান করা হয়
এছাড়াও ইন্ডিভিজুয়াল বিভিন্ন বিভাগে খেলোয়াড়দের পুরস্কৃত করা হয় – ম্যান অফ দ্যা টুর্নামেন্ট , বেস্ট সেটার , বেস্ট ডিফেন্ডার , বেস্ট অ্যাটাকার সহ প্রতিটি খেলায় ম্যান অব দ্যা ম্যাচ কে পুরস্কৃত করা হয় , প্রতিযোগিতা উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহ মহাশয় , উপস্থিত ছিলেন শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি , কর্মাধ্যক্ষ কাশেম খান প্রমূখ
খেলায় মূল আয়োজকরা জানান ভিন রাজ্যের খেলোয়াড়দের সাথে স্থানীয় ছেলেদের খেলার সুযোগ করে দিয়ে জেলার ভলিবল খেলার মান বাড়ানোই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য

Leave a Reply