জাহিরুল হক (রাজা মাস্টার),
নতুনহাট বড়বাজার জামে মসজিদের দরজার বাইরে আজ দুপুর দুটো থেকে দুটি ভর্তি ব্যাগকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল ।মসজিদের নামাজিরা প্রথমে ভাবে কোনো মুসল্লি নামাজ পড়তে এসে ব্যাগ দুটি বাইরে রেখেছে।কিন্তু রাতের নামাজ পড়তে এসে মুসল্লিরা ওই জায়গাতে ব্যাগ দুটি তখনও পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে।শেষে মসজিদ কমিটি পুলিশকে খবর দিলে পুলিশ এসে তদন্ত শুরু করেছে। ব্যাগ নিয়ে যায় পুলিশ। বিপদজনক কিছুই নেই।এরেই মধ্যে ব্যাগ দুটির প্রকৃত মালিক হাজির হন মসজিদে। পুলিশি জিজ্ঞাসাবাদ ও তথ্য প্রমাণ দিয়ে ব্যাগ দিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।