Spread the love

মঙ্গলকোটে বাগদেবীর আরাধনা

সেখ রাজু

তামাশমা জ্যোতির্গমায়া অন্ধকার থেকে আলোর পথে মা সবাইকে নিয়ে চলুক । থানা, এখানে শুধুমাত্র এলাকাকে শান্ত করার দায়িত্ব অফিসাররা তুলে নেন তাই নয় পাশাপাশি সকল অনুষ্ঠানের এক মেলবন্ধন আবরণ ফুটে ওঠে । তাই মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষের তত্ত্বাবধানে বাগদেবীর আরাধনায় লিপ্ত হলেন মঙ্গলকোট থানার পুলিশ । রঙ বেরঙের প্যান্ডেল এবং সমগ্র থানা চত্বরকে আলোক সজ্জায় সাজিয়ে দেওয়া হয়েছে । সাত সকালেই ঘট আনা থেকে শুরু করে পুজোর যাবতীয় কাজে অংশগ্রহণ করে মঙ্গলকোট থানার বিভিন্ন অফিসার এবং সিভিকরা । পুজো শেষে থানার আইসি মধুসূদন ঘোষ পুষ্পাঞ্জলি নিবেদন করেন । তার নেতৃত্বে সমগ্র পুজো ঘিরে মঙ্গলকোট থানা চত্বর আলোকময় হয়ে ওঠে । পাশাপাশি এদিন বিদ্যার দেবী মা সরস্বতী পুজোর আরাধনায় লিপ্ত ক্ষীরগ্রাম শ্রী যোগাদ্যা বানিপীঠের ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা গণ । সাড়ম্বরে প্রতিবছরই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিজ উদ্যোগে পুজো হয়ে আসছে । ছাত্র-ছাত্রীদের নিজের হাতে তৈরি বিভিন্ন প্রদর্শন সমগ্র পুজো মণ্ডপকে আকর্ষণীয় করে তোলে । প্রতিবছরই সাড়ম্বরে দেবী সরস্বতী মায়ের আরাধনা হয়ে থাকে মঙ্গলকোট থানা চত্বরে । এবছর নবাগত আইসি মধুসূদন বাবুর পরিপূর্ণ তত্ত্বাবধানে তা সম্পন্ন হয়ে ওঠে । তিনি জানান বিদ্যার দেবী কাছে প্রার্থনা ছাত্র-ছাত্রী থেকে সকলেই শুধুমাত্র পঠন-পাঠন কেন্দ্রিক শিক্ষা নয় মনুষ্যত্ব শিক্ষা গ্রহণ করুক । জীবনের যাবতীয় অন্ধকার মুছে গিয়ে আলোর দিশা নামিয়ে আনুক এই প্রার্থনা করি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *