সেখ রাজু,
বীরভূমের পর এবার বোলপুর লোকসভার অন্তর্গত মঙ্গলকোট বিধানসভার ইচ্ছাবটোগ্রাম এলাকা থেকে গরু পাচার করতে গিয়ে মঙ্গলকোট থানার হাতে ধরা পরল চার গরু পাচারকারী ব্যক্তি । এই ঘটনায় এলাকায় শোরগোল । ধৃতদের নাম শেখ সাহেব, জাহিরুল শেখ, আমির হাসান মল্লিক এবং শেখ জাহাঙ্গীর । ধৃতদের প্রত্যেকের বাড়ি লাভপুর থানার কুসুমগড়িয়া এলাকায় । কাটোয়া নতুনহাট রাস্তায় মঙ্গলকোট থানার পুলিশ নাকা চেকিং চালানোর সময় গরুর গাড়িটিকে আটক করে । গাড়িতে থাকা চার আরোহীর কাছ থেকে অসঙ্গতিপূর্ণ কথাবার্তা এবং গরু চালানের বৈধ কাগজ না থাকায় চারজনকে গ্রেফতার করে বিচার বিভাগের জন্য কাটায়ো আদালতে পাঠায় । এদিন 53 টি গরু আটক হয়েছে । গরু গুলিকে মঙ্গলকোট কিষাণ মান্ডি চত্বর চত্বরে রাখা হয় । গরু পাচার নিয়ে সমগ্র রাজ্য রাজনীতি উত্তাল । রাজ্য থেকে কেন্দ্র রাজনীতিতে গরু কাণ্ডের প্রভাব ক্রমশ ঘনীভূত হচ্ছে । এই সময় মঙ্গলকোটের পুলিশ প্রশাসনের এই সক্রিয় মনোভাব অনেকটাই সাধুবাদ যোগ্য ।