খায়রুল আনাম,
বীরভূম : পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি অসীম দাস হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত মহম্মদ সুরজকে চেন্নাইয়ে গ্রেপ্তার করলো তদন্তকারী সিআইডির একটি দল। শার্প শুটার হিসেবে পরিচিত এই সুরজের বাড়ি বীরভূমের পাঁড়ুই থানার ঘিদহ গ্রামে। অসীম দাস খুনের মূল পাণ্ডা শেখ রাজুকে আগেই গ্রেপ্তার করেছে সিআইডি। তারও বাড়ি নানুরে। সে এলাকার প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা। এই শেখ রাজুই অসীম দাস হত্যার মূলচক্রী বলে মনে করছে সিআইডি। ১২ জুলাই রাত্রে অসীম দাসকে গুলি করে খুন করা হয়েছিল। অসীম দাসকে সরাতে পারলে অন্য কেই দলের অঞ্চল সভাপতি হতে পারবেন, এই পরিকল্পনাতেই শেখ রাজুকে নিয়োগ করে এই খুন করা হয়েছিল বলে মনে করছে তদন্তকারী সিআইডির আধিকারিকরা। এই খুনের আগে শেখ সুরজ অন্য একজনের মোটরবাইকে চেপে এসে সিউর-লাখুরিয়া পিচ রাস্তার উপরের কালভার্টের কাছে অসীম দাসকে গুলি করে খুন করা হয়েছিল।