Spread the love

ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্যের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে 

মোল্লা জসিমউদ্দিন টিপু,

 
একুশে বিধানসভা নির্বাচনে ফলাফল প্রকাশ পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ যে সিবিআই তদন্তর নির্দেশ দিয়েছে। তা বহাল।রাখলো সুপ্রিম কোর্ট। সোমবার কলকাতা হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধে রাজ্যের আপিল পিটিশনের শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের বিচারপতি বিনীত সারণ এবং বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলে। সোমবার এই মামলায় কোনও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। অর্থাৎ  ভোট পরবর্তী হিংসার ঘটনাগুলিতে তদন্ত এখনও চলবে। প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। পাশাপাশি তদন্ত চালাচ্ছিল স্পেশাল ইনভেস্টিগেশন টিম তথা সিটও। জাতীয় মানবাধিকার কমিশন যে রিপোর্ট দিয়েছিল, সেগুলো খতিয়ে দেখেই নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আর একেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। ভোট পরবর্তী হিংসা নিয়ে শীর্ষ আদালতে স্পেশ্যাল লিভ পিটিশন (এসএলপি) দাখিল করেছিল রাজ্য। আজ এই মামলায় রাজ্য সরকারের তরফে সওয়াল করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা কপিল সিব্বল।  রাজ্য সরকার, হাইকোর্টে ভোট পরবর্তী হিংসায় জনস্বার্থ মামলাকারী ও কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে। বাংলায় ভোট পরবর্তী হিংসার মামলার রায়ে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ জানায়, খুন ও ধর্ষণের মতো ঘটনাগুলির ক্ষেত্রে সিবিআই তদন্ত করবে। এই নির্দেশ পাওয়ার পরেই জেলায় জেলায় ঘুরে নিহত বিজেপি কর্মীদের বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। ধরপাকড়ও করা হয়, তদন্তের রিপোর্ট তৈরি হয়। ইতিমধ্যেই ৪ টি মামলায় চার্জশিট দাখিল করেছে সিবিআই। পাশাপাশি, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ঘটনাগুলির তদন্তের জন্য সিট গঠন করা হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে পিটিশন দাখিল করে রাজ্য সরকার। সেই পিটিশনে বলা হয় সিবিআই কেন্দ্রের নির্দেশে তদন্ত করছে, নিরপেক্ষ তদন্ত হবে সে ভরসা কোথায়। তদন্তপ্রক্রিয়ায় স্থগিতাদেশ চেয়ে পিটিশন দাখিল করা হয়। তবে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *