Spread the love

ভোট পরবর্তী হিংসা মামলায় সিটের প্রধান প্রাক্তন প্রধান বিচারপতি 

মোল্লা জসিমউদ্দিন,
গত ১৯ আগস্ট কলকাতা হাইকোর্টের পাঁচ সদস্যের বৃহত্তর বেঞ্চ ভোট পরবর্তী হিংসা মামলায় গুরত্বপূর্ণ অভিযোগ তদন্তে সিবিআই এবং কম গুরত্বপূর্ণ অভিযোগ তদন্তে সিট গঠনের নির্দেশিকা জারি করেছিল।প্রায় দু সপ্তাহ পেরিয়ে গেলেও রাজ্য সরকারের তরফে সিট গঠনের তৎপরতা চোখে পড়েনি বলে অভিযোগ উঠছিল।এই বিষয়ে নিস্ক্রিয়তার জন্য মামলাকারীদের আইনজীবীরা হাইকোর্টে ফের দারস্থ হতে চলেছিলেন।ঠিক এইরকম পরিস্থিতিতে রাজ্য সরকার সিট গঠনের বিজ্ঞপ্তি জারি করলো।সেখানে কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর কে সিটের প্রধান করা হয়েছে। যেহেতু হাইকোর্টের নির্দেশ ছিল – ‘একজন প্রাক্তন বিচারপতি কে সিটের প্রধান হিসাবে নিয়োগ করার’।সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করলো রাজ্য সরকার। পাঁচটি জোনে সিট তদন্ত চালাবে ভোট পরবর্তী হিংসা মামলায় অপেক্ষাকৃত কম গুরত্বপূর্ণ মামলা গুলিতে।হেড কোয়াটার, কলকাতা পুলিশ সহ নর্থ জোন, ওয়েস্ট জোন,সাউথ জোনে এডিজি, আইজি, ডিআইজি, ডিসি পদমর্যাদা পূর্ণ অফিসাররা সিটের তদন্ত প্রক্রিয়া চালাবেন। সিটের হেডকোয়ার্টারে থাকছেন ডিআইজি ( রেল) সোমা দাস এবং ডিসি শুভঙ্কর ভট্টাচার্য। কলকাতা পুলিশের তরফে থাকছেন আইপিএস তন্ময় রায় চৌধুরী ও আইপিএস নীলাঞ্জন বিশ্বাস।নর্থ জোনের দায়িত্বে থাকছেন আইজি ডিপি সিং এবং মালদা রেঞ্জের ডিআইজি প্রবীণ কুমার ত্রিপাঠী।ওয়েস্ট জোনের দায়িত্বে থাকছেন পশ্চিমাঞ্চলের আইজি সঞ্জয় সিং এবং বর্ধমান রেঞ্জের আইজি বিএল মিনা।সাউথ জোনের দায়িত্বে থাকছেন দক্ষিণবঙ্গের এডিজি সিদ্ধিনাথ গুপ্তা এববগ বারাসাত জোনের ডিআইজি প্রসূন বন্দ্যোপাধ্যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *