সেখ মিলন (ভাতাড়, পূর্ব বর্ধমান) আবারও মানবিক ভূমিকায় ভাতাড়ের রামপুর গুপ্তপাড়া পুজো কমিটি ও রামপুর পল্লীমঙ্গল সমিতির সদস্যরা। এলাকার মানুষদের স্বাস্থ্য পরিষেবার লক্ষ্যে শনিবার বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করা হয় ভাতাড়ের রামপুর গুপ্তপাড়ায়। এদিন অস্থিরোগ বিশেষজ্ঞ, গাইনোকোলজি, চক্ষু, মেডিসিন, সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের উপস্থিতিতে এই শিবিরে পরিষেবা দেওয়া হয়। উপস্থিত ছিলেন অস্থিরোগ বিশেষজ্ঞ সার্জেন্ট ডক্টর দেবব্রত ব্যানার্জি, চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার সুমিত ব্যানার্জি সহ অন্যান্যরা। রামপুর গুপ্তপাড়া পুজো কমিটি ও পল্লীমঙ্গল সমিতির অন্যতম সদস্য বিশ্বনাথ গুপ্ত বলেন, ভাতাড়ের রামপুর গ্রাম প্রত্যন্ত গ্রামীণ এলাকা। এই এলাকার অধিকাংশ মানুষ অর্থভাবে শহরে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার বাবুদের কাছে চিকিৎসা পরিষেবার জন্য পৌঁছাতে পারেন না। তাই সেই সমস্ত মানুষের কথা ভেবে জেলার স্বনামধন্য ডাক্তারবাবুদের উপস্থিতিতে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বিগত দু’বছর ধরে বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষা শিবির করে আসছে ভাতাড়ের রামপুর গুপ্তপাড়া পুজো কমিটি এবং পল্লীমঙ্গল সেবা সমিতির সদস্যরা। এটি চতুর্থতম শিবির বলে জানা গেছে। আগামী দিনে ও এলাকার মানুষের সুবিধার্থে নানান ধরনের সামাজিক কাজকর্মের সঙ্গে নিয়োজিত রাখতে চান রামপুর গুপ্তপাড়া পুজো কমিটি এবং পল্লীমঙ্গল সমিতির সদস্যরা।