আমিরুল ইসলাম,
; ষষ্ঠীর দশদিন আগেই ভাতারের রামপুর গ্রামে মন্দির উদ্বোধন কে কেন্দ্র করে শুরু হয়ে গেল দূর্গা উৎসব, খুশির আমেজ গ্রামে।বাঙালির সর্বশেষ্ঠ উৎসব হলো দূর্গা উৎসব, আর হাতে গোনা মাত্র দশদিন। তারপর দুর্গা উৎসবের শুরু হয়ে যাবে। তবে এবছর ভাতারের রামপুর গ্রামের গুপ্ত বাড়িতে দশদিন আগেই মায়ের বন্দনা শুরু হয়ে গেল।অর্থাৎ পুজো শুরু হয়ে গেল।এবছর দুর্গা মন্দির নবরূপে প্রতিষ্ঠা হল।এবছর রামপুরের গুপ্ত বাড়ির পূজা ৩৩৪ বছরে পা দিল।প্রথমদিকে এই পুজো ব্যক্তিগত পুজো থাকলেও বর্তমানে তা সর্বজনীন হয়ে গেছে।দশ দিন আগেই পুজো শুরু হয়ে যাওয়ায় গ্রামে খুশির পরিবেশ।