আমিরুল ইসলাম,
ভাতার বাজার গণপতি পূজা কমিটির গণেশ পুজোর উদ্বোধন হলো আজ।
পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে রেজিস্ট্রি অফিসের পাশে 2019 সালের গণপতি পূজা কমিটি তাদের গণেশ পুজা শুরু করেন।
এবছর তৃতীয় বছর।
করণা পরিস্থিতিতে ব্যবসার অবস্থা খুবই খারাপ।
তাই এবছর গনপতি বাবার পুজো করা হচ্ছে মহা ধুমধামে।
কমিটির সদস্য সুমিত চন্দ্র জানান, প্রথম বছর পুজো আমরা ভালভাবেই করতে পেরেছিলাম পরের বছর করোনার জন্য সেভাবে কিছু করতে পারিনি এ বছরও করোনার প্রভাব রয়েছে।
তবে বাবার কাছে একটাই প্রার্থনা করব সকল ব্যবসাদার এর ব্যবসা যেন ভালো ভাবে চলে আর এই মরণ ভাইরাস যেন আমাদের সমাজ থেকে বহু দূরে চলে যায়।
আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ডাক্তার গৌতম চ্যাটার্জি, বিশিষ্ট সমাজসেবী অশোক হাজরা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ।
অনেকদিন পরে এই গণেশ পুজো হতেই কচিকাঁচাদের মধ্যে আনন্দলোকে করা যায়।