ভাতারের মোহনপুর গ্রামে শিবের মাথায় জল ঢালা কে কেন্দ্র করে আয়োজন মৃত্যুঞ্জয় যজ্ঞ।
সম্প্রীতির বার্তা শিব পুজোকে ঘিরে।
শতাধিক বছর আগে ভাতারের মোহনপুর গ্রামের একটি বটগাছের নিচে উদ্ধার হয় একটি শিবের মূর্তি। তখন থেকেই ওই বট গাছের নিচে পুজো হয়ে আসতো।
এরপর ওই জায়গায় তৈরি করা হয় একটি মন্দির সমাজসেবী নয়ন সামন্তর উদ্যোগে।
সেই মন্দিরে হতো পুজো।
আট বছর ধরে এই শিব পূজো বর্তমানে মহা ধুমধামে পালিত হচ্ছে।
প্রতিবছর আয়োজন করা হয় মৃত্যুঞ্জয় যোগ্য।
বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ আসেন এই শিব পুজোয়।
আজ সকালে খড়ি নদী থেকে পাঁচ হাজার মানুষ জল নিয়ে ঢালেন শিবের মাথায়।
মহাভোগ বিতরণ করা হয়। প্রায় ১৩ হাজার মানুষ মহাভোগ খেলেন আজ।
বিশিষ্ট সমাজসেবী নয়ন সামন্ত জানান যে, বর্তমানে এই অনুষ্ঠান বিশাল আকার নিয়েছে। এলাকার সকল ধর্মের মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ।আমরা আজকের এই অনুষ্ঠান থেকে শান্তির বার্তা দেবো। এলাকার আদিবাসী সম্প্রদায়ের প্রায় ৫০০ জন মানুষকে নতুন উপহার হিসাবে তুলে দেয়া হলো বস্ত্র। সকল পুণ্যার্থী কেউ দেয়া হয় নতুন বস্ত্র।
এই পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা ভাতার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সুন্দরী মান্ডি, পূর্ব বর্ধমান জেলা পরিষদের বিদ্যুতের প্রাক্তন কর্মদক্ষ জহর বাগদী।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।