Spread the love

খায়রুল আনাম,

বীরভূম : পুজোর সময় এবং অন্যান্য সময়ও অনিয়ন্ত্রিতভাবে বোলপুর শহরের বিভিন্ন রাস্তার উপরে তৈরী করা হচ্ছে বাঁশের কাঠামোর বিজ্ঞাপনী তোরণ। শহরের মধ্যে এ ধরনের বিপদজনক কাণ্ড ঘটলেও পুরসভা ও প্রশাসন এ ব্যাপারে নির্বাক থেকে যাচ্ছে। বোলপুর শহরের শ্রীনিকেতন রোডের উপরে এমনই একটি তোরণ হুড়মুড়িয়ে ভেঙে পড়লো রাস্তার উপরে। মানুষ বিপদের আঁচ পেয়ে সরে যেতে পারলেও একটি চারচাকা গাড়ির উপরে ওই তোরণটি ভেঙে পড়ে। বৃষ্টির জন্য রাস্তা ফাঁকা থাকায় বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে, চার চাকা গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। রক্ষা পেয়েছেন গাড়ীর চালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *