খায়রুল আনাম,

আজ বোলপুর আদালতে লোক আদালতে তিনটি বেঞ্চ বসে। সেখানে ব্যাংক লোন সংক্রান্ত অনেক মামলার নিষ্পত্তি ঘটে। বেঞ্চে উপস্থিত ছিলেন নিলাঞ্জন পালধী, আদিত্য গুঞ্জন ও অয়ন কুমার ব্যানার্জী বিচারক হিসাবে। মোট 356টি মামলার মধ্যে 26 টির নিষ্পত্তি হয়। স্পট কালেকশন হয় প্রায় আড়াই লাখ টাকা এবং সমঝোতা হয় 10 লক্ষ 1400 টাকার।
বোলপুর মহকুমা আইনি পরিসেবা সমিতির পক্ষে অর্ক প্রভ সিনহা এবং মানবেন্দ্র ভান্ডারী মহাশয়ের তরফ থেকে এই তথ্যসূত্র উল্লেখ করা হয়।

Leave a Reply