খায়রুল আনাম,
বীরভূম : গুয়াহাটিগামী লোহার রড বোঝাই একটি দশ চাকার গাড়ির সঙ্গে মল্লারপুরমুখী অন্য একটি লরির মুখোমুখি সংঘর্ষের সময় গাড়ি দু’ টি রাস্তার পাশের একটি দোকানে গিয়ে ধাক্কা মারে। সকালের এই দুর্ঘটনায় সেখানে বসে থাকা পলাশ সরকার (৩২) নামে এক রেলকর্মীর মৃত্যু হয়েছে। তার বাড়ি উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ভেনাপাড়ায়। দুর্ঘটনায় আহত লরি চালক যশপ্রীত সিংহ ও খালাসি ধর্মপাল সিংহকে নিয়ে যাওয়া হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। আহত অজিত কেশরী নামে এক ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।