বিসর্জন ঘিরে এক আবেগের উৎসব আগরপাড়ায ়
দীপঙ্কর সমাদ্দারঃ পূর্ব আগরপাড়ায় “পূর্ব আগরপাড়া নিরঞ্জন ও মেলা উৎসব কমিটি” মহাসমারোহে 64 তম বর্ষ শারদ সম্মান 2021 এর পুরস্কার তুলে দিল পুজো কমিটির উদ্যোক্তাদের হাতে ওসমানপুর বটতলায় “পূর্ব আগরপাড়া নিরঞ্জন ও মেলা উৎসব কমিটির” আয়োজনে নিরঞ্জন মেলা অনুষ্ঠানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল ঘোষ (মুখ্য সচেতক ,পশ্চিমবঙ্গ সরকার) এবং সাংসদ অধ্যাপক সৌগত রায় সহ এলাকার সম্মানীয় ব্যক্তি এবং সমাজ সেবীরা। আগরপাড়া কে কেন্দ্র করে পার্শ্ববর্তী এলাকা সহ মোট নব্বইটি সার্বজনীন দুর্গোৎসব ও বাড়ির প্রতিমা নিরঞ্জন ঘাটে হাজার হাজার মানুষের উপস্থিতিতে সরকারি কোভিড নিয়ম বিধি মেনেই বিসর্জন হলো। এই ব্যাপারে ঘোলা থানা ও খড়দহ থানার প্রশাসনিক বিভাগের সম্পূর্ণ সহযোগিতা ছিল। এই উৎসব আগরপাড়ার মানুষদের একটা আবেগের উৎসব সেই জন্য প্রাকৃতিক দুর্যোগ কে অমান্য করে ও সরকারি বিধি নিয়ম মেনে জনগণের উপস্থিতি লক্ষ্য করা গেছে।। শারদ সম্মানে সম্মানিত ক্লাবগুলির কর্তৃপক্ষ রা যখন তাদের পুজোর জন্য শ্রেষ্ঠ মন্ডপ, শ্রেষ্ঠ প্রতিমা র জন্য পুরস্কার সম্মানীয় অতিথিদের হাত থেকে গ্রহণ করছিলেন সে আনন্দ ছিল দুর্দান্ত জয়ের আনন্দ। এই উৎসবকে ঘিরে এলাকার ও দূর থেকে আসা ছোট ছোট ব্যবসায়ীদের একদিনের জন্য হলেও হাসি ফোটে জিনিস বিক্রির জন্য। মেলায় উপস্থিত জনসাধারণের জন্য এলাকার সমাজসেবী সংগঠন এর পক্ষ থেকে জল ,বাতাসা ,লজেন্স, গাছ, বিনামূল্যে বিতরণের ব্যবস্থা করা হয়েছিল। উৎসব কমিটির পক্ষে হিমাংশু দেব জানালেন এই উৎসব এলাকার মানুষদের একটি আবেগের উৎসব ,আমরা যতটা সম্ভব সরকারি কোভিড নিয়ম বিধি মেনেই উৎসবের আয়োজন করেছি এবং এব্যাপারে এলাকার প্রত্যেকটা ব্যবসায়ী তাদের মানসিক এবং আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সর্বোপরি পানিহাটি পৌরসভা ,ঘোলা ও খড়দহ থানার প্রশাসনিক বিভাগ, বিদ্যুৎ পর্ষদ ,এর কাছে তারা বিশেষভাবে কৃতজ্ঞ।।