আমিরুল ইসলাম,
বিশিষ্ট সমাজসেবী মজনু শেখের উদ্যোগে আজ ভাতার কৃষক বাজারে রক্তদান শিবির।
পূর্ব বর্ধমান জেলার ভাতারের বলগোনা গ্রামের বাসিন্দা মজনু শেখ।
তিনি বিভিন্ন সময় নানানা সমাজসেবামূলক কাজ করে থাকেন।
একাধিক বার তিনি রক্তদান শিবিরের আয়োজন করেছেন ভাতারের বিভিন্ন জায়গায়।
আজ বর্ধমান ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে তিনি রক্ত দান শিবিরের আয়োজন করেছিলেন ভাতার কৃষক বাজারে।
১০০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন এই শিবিরে।
এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এই রক্তদান শিবির অনুষ্ঠানে।
বিশিষ্ট সাংবাদিক আমিরুল ইসলাম এই রক্তদান শিবিরে রক্ত দান করেন।