বিমানে উঠতে পারলেন না ৭২ জন আফগান শিখ – হিন্দু
পারিজাত মোল্লা,
গত ১৫ আগস্ট কাবুল দখলের পর থেকেই আফগানিস্তান থেকে ভিন দেশমুখি সেখানকার সিংহভাগ মানুষ। গত শুক্রবার থেকে কাবুল বিমানবন্দরে অপেক্ষা করছিলেন ৭২ জন আফগান হিন্দু-শিখ।তবে বিমানে উঠার শেষমুহুর্ত সময় বিমানে উঠতে পারলেন না এরা।তালিবানরা এদের কে এসকট করে পৌঁছে দিল নিজ ঠিকানায়।এই দলে দুজন সংখ্যালঘু এমপি ছিলেন ।নরিন্দর সিং খালসা এবং আনারকলি কৌর। তালিবান নেতৃত্ব জানায় – ‘ ওরা আফগান, তাই ফিরে যেতে হবে।’ পরো দলটি কাবুলের এক গুরদ্বারে পাঠানো হয়েছে। সেখানে ২৮০ জন শিখ এবং ৩০/৪০ জন হিন্দু রয়েছেন। বিমানে উঠার সময় ভারতে গুরু তেগ বাহাদুরজীর ৪০০ তম জন্মবার্ষিকী পালনে সফর বলা হলেও তাতে কর্ণপাত করেনি তালিবান। গত বছর ২৫ মার্চ ২৫ জন শিখ কে গুলি করে মেরেছিল এক জঙ্গি দল।