গোপাল দেবনাথ : কলকাতা, ১৯ অক্টোবর ২০২১। রাজ্যের গর্ব প্রয়াত জননেতা অতুল্য ঘোষ প্রতিষ্ঠিত  শিশু কিশোরদের স্বর্গোদ্যান বিধান শিশু উদ্যানে ইতিমধ্যে সাড়ম্বরে পালিত হয়েছে দুর্গা মায়ের আরাধনা। তৃতীয়ার দিন থেকে শুরু হওয়া এই দুর্গাপুজোর পূজা অর্চনা সহ আনন্দ উৎসব চলেছে দশমীর দিন বিকেল পর্যন্ত। দুর্গামায়ের মূর্তি বিসর্জনের সময় উপস্থিত সকলের চোখে জল চলে আসে। মা দুর্গা কৈলাশে ফিরে যাবার পরে পরেই মা লক্ষীর মর্ত‍্যে আগমন ঘটে। বিধান শিশু উদ্যানে ধনদেবী মা লক্ষীর পুজো সম্বন্ধে সংস্থার সম্পাদক গৌতম তালুকদার বলেন, মা দুর্গার সেই আসনেই আমরা মা লক্ষীর বন্দনা করছি।
আমাদের বিধান শিশু উদ‍্যানের সেই আসনেই আজ মঙ্গলবার সন্ধ্যায় মা লক্ষীর পুজোর আয়োজন করে ছিলাম। হোম যজ্ঞ সহযোগে অত্যন্ত নিষ্ঠার সাথে পুজো সম্পন্ন হয়েছে। বিশিষ্ট অতিথি সহ আমাদের সদস্য এবং তাদের পরিবার পরিজন মিলিয়ে এই  ঘরোয়া আয়োজনে প্রায় ২০০জন প্রসাদ গ্রহন করেছেন। আমরা অতিথিদের জন্য আয়োজন করেছিলাম অত্যন্ত সুস্বাদু খিঁচুড়ি, বেগুন ভাজা, ছ্যাচড়া, আলুরদম, জলপাই চাটনি, পাঁপড়, পায়েস ও রসগোল্লা। সকলেই ভক্তিভরে মা লক্ষী দেবীর প্রসাদ গ্রহণ করেছেন। প্রসাদ গ্রহণ করে খুবই তৃপ্ত বলে জানালেন শিক্ষাবিদ ও নাট্য ব্যক্তিত্ব শ্রীমতি রোকেয়া রায় এবং শ্রী মলয় রায়। 

Leave a Reply