বার এসোসিয়েশনে ‘আর্থিক পরিচালক’ নিয়োগ হাইকোর্টের
মোল্লা জসিমউদ্দিন টিপু ,
কলকাতা হাইকোর্টের বার এসোসিয়েশন এর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট কর্মীদের বেতন সংক্রান্ত সমস্যা দেখা গিয়েছিল। এই বিষয়ে এক মামলা দাখিল হয়।এই মামলার শুনানি ছিল বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জির বেঞ্চে।ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের বার এসোসিয়েশন এর নির্বাচন পরিচালনা করবার জন্য নির্বাচন কমিশনার নিয়োগ হয়েছে। তবে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয় নি। মারণ ভাইরাস করোনা আবহে এই দেরি বলে জানিয়েছেন বার এসোসিয়েশন এর বিদায়ী সদস্য মধু জানা।তবে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট বার এসোসিয়েশন এর কর্মীদের বেতন মেটানো সহ অন্যান্য আর্থিক বিষয় পরিচালনা করবার জন্য ‘আর্থিক পরিচালক’ নিয়োগ করলো। গত দুমাসে হাইকোর্টের বার এসোসিয়েশন এর অফিস কর্মী বেতনও বন্ধ হয়ে গিয়েছে। এই সমস্যা সমাধানে বিশিষ্ট আইনজীবী সপ্তাংশু বসু আদালতে আবেদন জানান। ওই আর্জির ভিত্তিতে বৃহস্পতিবার বিচারপতি আইপি মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এক নির্দেশে ‘বার অ্যাসোসিয়েশনে’র আর্থিক প্রক্রিয়া পরিচালনার জন্য আইনজীবী অমল মুখোপাধ্যায় ও বিপুল কুন্দলিয়াকে ‘আর্থিক পরিচালক’ নিয়োগ করেছে। নির্দেশে বলা হয়েছে, নির্বাচনের পর নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত আদালত নিযুক্ত এই দুই অ্যাডমিনিস্ট্রেটর শুধুমাত্র আর্থিক পরিচালনার দায়িত্বে থাকবেন।গত ৩১ জুলাই কলকাতা হাইকোর্টের বার এসোসিয়েশন এর মেয়াদ শেষ হয়েছে।১৫ সদস্যর এই কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্য ছিলেন শাসক দল তৃণমূল বিরোধী। গত ২০১৯ সালে হাওড়া জেলা আদালতে পুলিশের হাতে আইনজীবী আক্রান্ত ঘটনায় কলকাতা হাইকোর্টের বার এসোসিয়েশন দখল করে থাকে শাসক বিরোধী হিসাবে পরিচিত আইনজীবীরা।এখন দেখার আগামী নির্বাচনে কলকাতা হাইকোর্টের বার এসোসিয়েশন কারা দখল নেয়?