শুভ ঘোষ,
দক্ষিণ 24 পরগনার বারুইপুর রবীন্দ্রভবনে ইনোভেটিভ রুরাল মেডিকেল ডক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে(স্বাস্থ্য বন্ধু হেলথ কার্ড) সমাজ সেবামূলক প্রকল্পের শুভ সূচনা হয়।এই (WBHITS ) প্রতিষ্ঠান ডিরেক্টর ডক্টর গৌড়ি মন্ডলের সহযোগিতায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুহিনাদ্রী সান্যাল, বিশেষ অতিথি ডক্টর মহাদেব দাস, মাননীয় সরকার, কার্যকরী কমিটির সভাপতি ডক্টর মোহন লাল চন্দ্র, কার্যকরী কমিটির সম্পাদক ডক্টর রমেন সরদার, রামকৃষ্ণ চেরিটেবিল হসপিটাল এর চেয়ারম্যান ডক্টর বাসুদেব ভট্টাচার্য্য, ডক্টর জাকির হোসেন, জেনেসিস হসপিটাল এর চেয়ারম্যান পূর্ণেন্দু রায়, অনেক বিশিষ্ট গুণীজন ব্যক্তি উপস্থিত ছিলেন।