রূপনরায়নপুর ইউথ ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়ে গেল মেগা রক্তদান শিবির .১৩০ ইউনিট রক্ত সংগ্ৰহ করা হল এই শিবিরে ।
কাজল মিত্র :- আসানসোল জেলা হাসপাতালের রক্ত সংকট কাটাতে এবং জেলাবাসীর স্বার্থে একটি মেগা রক্তদান শিবিরের আয়োজন করল পশ্চিম রাঙ্গামেটিয়া ইউথ ক্লাব রবিবার সকাল দশটা নাগাদ ফিতে কেটে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বারাবনি বিধান সভার বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার সভাপতি বিধান উপাধ্যায়,জেলার রক্তদান আন্দোলনের বিশেষ কারিগর প্রবীর ধর ,আসানসোল জেলা ব্লাড ব্যাংকের ডক্টর সঞ্জিত চ্যাটার্জি
রবিবার রূপনরায়নপুর শহরের ইউথ ক্লাব প্রাঙ্গনে এই মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এর পাশাপাশি থ্যালাসেমিয়া রোগীদের সম্পর্কে একটি শিক্ষামূলক আলোচনা রাখা হয় ।তাছাড়া রক্তদান এর উপর একটি ছোট ছোট বাচ্চাদের নিয়ে শিক্ষামূলক নাটক করা হয় ।এবং বিখ্যাত বাউল গায়ক বরুণ দাস বাউল রক্তদান বিষয়ে গান করেন ।করোনা পরিস্থিতির জন্য বিশেষ সকল নিয়ম মেনেই এই শিবির করা হয়।
এদিন বারাবনির বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি বিধান উপাধ্যায় জানান যে রূপনরায়নপুর বাসীর সুবিধার্থে ইউথ ক্লাবের উদ্যোগে আজকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।তাছাড়া এই ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কাজ করা হয়ে থাকে ।
এছাড়াও করোনা কালে মানুষের পাশে থেকে যে পরিষেবা দিয়ে গেছে তা অতুলনীয়।রক্তদান জীবন দান তাই রক্ত সকলকেই
দেওয়া উচিত ।
এছাড়াও এদিন এই শিবিরে
ক্লাবের সভাপতি অরূপ মন্ডল জানান যে আমাদের এই ক্লাবের তরফে প্রতি বছরই এই শিবির করা হয় তবে বিগত দুই বছর ধরে করোনা কালে কোন শিবির করা হইনি তাই আজকে এই মেগা শিবিরের আয়োজন করা হয়েছে যেখানে প্রায় মহিলা পুরুষ মিলিয়ে ১৩০ জন রক্তদাতা এখানে স্বেচ্ছায় রক্তদান করেন ।তিনি বলেন, জেলাবাসীর সুবিধার্থে আমাদের এই ক্লাবের তরফে যত বেশি সম্ভব স্বেচ্ছায় রক্ত দান শিবির করে থাকি।
এদিন প্রধান অতিথি ছাড়াও এই শিবিরে উপস্থিত ছিলেন, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি, জেলাপরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সমাজ সেবী ভোলা সিং,রূপনারায়নপুর পঞ্চায়েতের উপপ্রধান সন্তোষ চৌধুরী ।
ইউথ ক্লাবের সভাপতি রবিশঙ্কর কুন্ডু সম্পাদক
অরূপ মন্ডল,জয়দীপ সাহা পোদ্দার, সঞ্জীব দাস, শুভেন্দু নাথ, রাজদ্বীপ মজুমদার, সিবাসীস মন্ডল,স্বপন কুমার দাস ,রতন দে, সঞ্জয় বিশ্বাস, গিরি শংকর চ্যাটার্জি,চিন্ময় মিশ্র,কৌশিক লায়েক,সহ অন্যান্য সমাজসেবী সংগঠন।