Spread the love

২৯ সেপ্টেম্বর, সেখ সামসুদ্দিনঃ রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে পাল্লা দিয়ে জ্বরের প্রকোপ বাড়ছে বর্ধমানে৷ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা বৃদ্ধি পাওয়া বিশেষ ব্যবস্থা নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই জ্বরের চিকিৎসার জন্য একটি ওয়ার্ড নির্দিষ্ট করা হয়েছে। সোমবার থেকে অক্সিজেন সাপোর্ট দেওয়া আরও একটি ওয়ার্ড চালু হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে। বর্ধমান হাসপাতালে সপ্তাহ দুয়েক আগেও পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল। জ্বর নিয়ে আসা শিশুর সংখ্যা ছিল হাতে গোনা৷ দৈনিক ১০ জনেরও কম শিশু হাসপাতালে আসছিল এবং ভর্তি হচ্ছিল ৩ থেকে ৪ শতাংশ। কিন্তু, গত দু সপ্তাহেই পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। এখন জ্বর নিয়ে আসা শিশুর সংখ্যা প্রায় ৩০ থেকে ৪০। হাসপাতালের শিশু বিভাগে সূত্রে জানা গেছে, হাসপাতালে আসা শিশুদের মধ্যে অনেকেরই জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে। সোমবার পর্যন্ত হাসপাতালে ইনফ্লুয়েঞ্জা নিয়ে ৩৭ জন এবং শ্বাসকষ্ট নিয়ে ৯৫ জন ভর্তি রয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত ভর্তি থাকা শিশুর সংখা ১৪০ জন।ভর্তি থাকা শিশুদের কারও কোভিড নেই বলেই হাসপাতাল জানাচ্ছে। কোন মৃত্যুর রেকর্ডও নেই৷ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান কৌস্তুভ নায়েক বলেন, এই সময় আবহাওয়া পরিবর্তনজনিত প্রভাবের কারণে শিশুদের সমস্যা হয়। এবারে এই হার অনেকটাই বেশি। গত বছরের তুলনায় প্রায় ১৫-২০ শতাংশ শিশু বেশি ভর্তি হচ্ছে। ডাক্তার, নার্স ও গার্ডের সংখা বাড়ানো হয়েছে ওয়ার্ডে। ইতিমধ্যেই একটি ওয়ার্ড নির্দিষ্ট করা হয়েছে। সেখানে ৬৪ বেড রয়েছে। সোমবার থেকে ২০ বেডের অক্সিজেন পরিসেবা যুক্ত ওয়ার্ড চালু করা হয়েছে। আরও একটি ওয়ার্ড তৈরি রাখা হচ্ছে, ভর্তির সংখা বৃদ্ধি পেলে সেই ওয়ার্ডটি ব্যবহার করা হবে। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আসা বাচ্চাদের করোনা পরীক্ষা করা হচ্ছে। তার দাবী, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *