Spread the love

শুভ ঘোষ,

লাল মাটির দেশ বাঁকুড়া। তার আকাশে বাতাসে সুরের ঢেউ খেলে যায়। ছোট থেকেই সেই সুরের রামধনু তে ডুবস্নান দিয়েছেন রাঢ়বাংলার ভুমিকন্যা বলাকা । ছোটোবেলা থেকেই বাড়িতে সংগীতের আবহে বেড়ে ওঠা। পরবর্তী কালে বহূ খ্যাতনামা শিল্পীদের সান্নিধ্যে সংগীতের তালিম। বাঁকুড়া জেলাস্তরে লোকসংগীতে প্রথমা হওয়ার পর সুরের পাখনায় ভর দিয়ে এগিয়ে চলার স্বপ্ন দেখার শুরু……….. যে সুরের আগুন লাগিয়ে দিলেন বলাকা তার প্রানে সেই সুরের আগুনের পরশমনি দিয়ে মালা গাঁথা চলছে নিরন্তর । একের পর এক লোকসংগীতের অ্যালবামে নিজের সুকণ্ঠের উজ্জল সাক্ষর রেখে সুরের পথ বেয়ে হাঁটছেন তিনি – সে পথের দু – ধারে অসংখ্য গুনমুগ্ধ শ্রোতা আর সংগীত প্রেমীদের ভীড় । সুরের আকাশে শুকতারা হয়ে থাকার নেশা বলাকা সেন এর । বলাকার নতুন Music Album Launch সন্ধ্যায় – উপস্থিত থাকছেন সুরের জগতের স্বনামধন্য এক উজ্জল ব্যক্তিত্ব – স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত…….. হাজার তারার আলোয় ঝলমলিয়ে উঠুক সুরের আকাশ……….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *