Spread the love

সেখ সামসুদ্দিন, ১৮ নভেম্বরঃ অল ইন্ডিয়া সেইশিঙ্কাই সিতো-রিউ ক্যারাটে-ডো  ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হানসি প্রেমজিত সেন এর নির্দেশনায় এবং পূর্ব বর্ধমান সেইশিঙ্কাই সিতো-রিউ ক্যারাটে অ্যাসোসিয়েশনের পরিচালনায় “পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট সেইশিঙ্কাই সিতো-রিউ ভার্চুয়াল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২১”  গত ১৪ই নভেম্বর, ২০২১ তারিখে আয়োজিত হয়। সেইশিঙ্কাই সিতো-রিউ ক্যারাটে-ডো  ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলা সংস্থার সভাপতি শিহান দেবাশীষ কুমার মন্ডল জানান, “এই প্রতিযোগিতায় বর্ধমান উত্তর ও দক্ষিণ, কাটোয়া, কালনা থেকে মোট ৭৭ জন ক্যারাটেকা কাতা, কুমিতে ও কোবুডো ইভেন্টের মোট ২৫ টি বিভাগে অংশগ্রহণ করে।” স্বর্ণ পদক বিজেতাদের নাম নীচে দেওয়া হল।
৬ বছরের মহিলা কাতা বিভাগ – অয়ন্তিকা সাহা,
৬ বছরের মহিলা কুমিতে বিভাগ – অয়ন্তিকা সাহা,
৮ বছরের মহিলা কাতা বিভাগ – বৈদ্যুতি মণ্ডল,
৮ বছরের মহিলা কুমিতে বিভাগ – বৈদ্যুতি মণ্ডল,
১০ বছরের মহিলা কাতা বিভাগ – সানজিদা নিগার,
১০ বছরের মহিলা কুমিতে বিভাগ – চৈতালি গুইন,
১২ বছরের মহিলা কাতা বিভাগ – শ্রেয়সী ঘোষ,
১২ বছরের মহিলা কুমিতে বিভাগ – ঈশানী গুপ্তা,
অনূর্ধ্ব ১৮ বছরের মহিলা কাতা বিভাগ – শ্রুতি বীর,
অনূর্ধ্ব ১৮ বছরের মহিলা কুমিতে বিভাগ – শ্রুতি বীর,
ঊর্ধ্ব ১৮ বছরের মহিলা কাতা বিভাগ – সৃজা দাস,
ঊর্ধ্ব ১৮ বছরের মহিলা কুমিতে বিভাগ – সৃজা দাস,
৮ বছরের পুরুষ কাতা বিভাগ – ঔজাসিক বিশ্বাস,
৮ বছরের পুরুষ কুমিতে বিভাগ – ঔজাসিক বিশ্বাস,
১০ বছরের পুরুষ কাতা বিভাগ – ঔসনিক বিশ্বাস,
১০ বছরের পুরুষ কুমিতে বিভাগ – নিলেষ ব্যানার্জী,
১২ বছরের পুরুষ কাতা বিভাগ – রানা বাগ,
১২ বছরের পুরুষ কুমিতে বিভাগ – রানা বাগ,
১৪ বছরের পুরুষ কাতা বিভাগ – সামান্নয় ভট্টাচার্য্য,
১৪ বছরের পুরুষ কুমিতে বিভাগ – শৌর্য সিপানি,
১৬ বছরের পুরুষ কাতা বিভাগ – সোহান মুখার্জী,
১৬ বছরের পুরুষ কুমিতে বিভাগ – সোহান মুখার্জী,
ঊর্ধ্ব ১৮ বছরের পুরুষ কাতা বিভাগ – জয়দেব টুডু,
ঊর্ধ্ব ১৮ বছরের পুরুষ কুমিতে বিভাগ – জয়দেব টুডু,
ওপেন কোবুডো বিভাগ – বৈদ্যুতি মণ্ডল,
উল্লেখ্য, কাতাতে শ্রেয়সী ঘোষ, কুমিতেতে ঈশানী গুপ্তা এবং কোবুডোতে বৈদ্যুতি মণ্ডল সবচেয়ে সেরা প্রদর্শন করেছে। এছাড়া, বৈদ্যুতি মণ্ডল ৩ টি স্বর্ণ পদক লাভ করেছে। এছাড়া, এই টুর্নামেন্টটি একজন এশিয়ান কারাতে ফেডারেশনের আন্তর্জাতিক বিচারক (দেবাশীষ কুমার মন্ডল) এবং চারজন ক্যারাটে ইন্ডিয়া অরগানাইজেশনের জাতীয় বিচারকদের (দেবনীল মন্ডল, জনি রাম, নিবেদিতা দাস ও অয়ন কুন্ডু) তত্ত্বাবধানে সুষ্ঠ ও সফলভাবে অনলাইনে সম্পন্ন হয়। সংস্থার সভাপতি দেবাশীষবাবু আরও বলেন, “প্রতিযোগীরা অনলাইন ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি। নিয়মিত ক্যারাটে প্রশিক্ষণের মধ্য দিয়েই তারা ক্যারাটের কলাকৌশল রপ্ত করতে পারবে এবং শরীরের সাথে সাথে মনকেও ভালো রাখতে পারবে। কোভিড পরিস্থিতি ঠিক হয়ে গেলে খুব শ্রীঘই আবার অফলাইনে প্রতিযোগীতা শুরু হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *