বর্ধমানের ১৩ জন ক্যারাটে প্রতিযোগিতায় সাফল্য পেল
সেখ সামসুদ্দিনঃ ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল-এর পরিচালনায় “ওয়েস্ট বেঙ্গল স্টেট ভার্চুয়াল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২১” গত ১০ থেকে ১৫ সেপ্টেম্বর, ২০২১ তারিখ অনলাইনে আয়োজিত হয়। এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে।
বর্ধমান ক্যারাটে-ডো এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক শিহান দেবাশীষ কুমার মন্ডল জানান যে, এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলা থেকে মোট ১৩ জন ক্যারাটেকা অংশগ্রহণ করে এবং মোট ১৩ টি পদক (৬ টি সোনা, ৫ টি রুপো এবং ২ টি ব্রোন্জ) জয়লাভ করে ।
পদক বিজেতাদের নাম নীচে দেওয়া হল।
১. দেবনীল মণ্ডল – সোনা – ঊর্ধ্ব ১৮ বছরের পুরুষ কাতা বিভাগ – সোনা – ঊর্ধ্ব ১৮ বছরের পুরুষ কুমিতে বিভাগ
২. বৈদ্যুতি মণ্ডল – রুপো – অনূর্ধ্ব ৮ বছরের মহিলা কাতা বিভাগ
– সোনা – অনূর্ধ্ব ৮ বছরের মহিলা কুমিতে বিভাগ
৩. চৈতালি গুইন – সোনা – অনূর্ধ্ব ১০ বছরের মহিলা কুমিতে বিভাগ
৪. শ্রেয়সী ঘোষ – সোনা – অনূর্ধ্ব ১৩ বছরের মহিলা কাতা বিভাগ
৫. ঈশানী গুপ্তা – সোনা – অনূর্ধ্ব ১৩ বছরের মহিলা কুমিতে বিভাগ
৬. লগ্নজিতা খাঁ – রুপো – অনূর্ধ্ব ৮ বছরের মহিলা কুমিতে বিভাগ
৭. রানা বাগ – রুপো – অনূর্ধ্ব ১৩ বছরের পুরুষ কাতা বিভাগ
৮. শ্রুতি বীর – রুপো – ১৬/১৭ বছরের মহিলা কুমিতে বিভাগ
৯. সৃজা দাস – রুপো – ঊর্ধ্ব ১৮ বছরের মহিলা কুমিতে বিভাগ
১০. অয়ন্তিকা সাহা – ব্রোন্জ – অনূর্ধ্ব ৮ বছরের মহিলা কুমিতে বিভাগ
১১. সঞ্চিতা রাম – ব্রোন্জ – ১৪/১৫ বছরের মহিলা কুমিতে বিভাগ।
এছাড়া, ব্রতীন্দ্র পাল এবং রিতম নায়েক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।