Spread the love

বই প্রকাশ ও সংবর্ধনা সভা

: বাসন্তী সাহিত্য পরিষদের নিজস্ব পত্রিকা শারদীয় সুন্দরবন ঐক্যতান-৩ এবং পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত প্রাক্তন শিক্ষক মাননীয় বিবেকপাল মহাশয়ের পঞ্চম গ্রন্থ ‘মাইলস্টোন'(গল্প সংকলন) বই দুটি প্রকাশিত হল আনুষ্ঠানিক শুভ উদ্বোধনের মাধ্যমে রবিবার ৩রা ডিসেম্বর (২০২৩) সুন্দরবনের বাসন্তী ব্লকের জয় গোপালপুর গ্ৰাম বিকাশ কেন্দ্রের অডিটোরিয়ামে। এছাড়াও এদিন ক্ষুদ্র পত্রপত্রিকার বেঁচে থাকার লড়াইয়ে এবং আপসহীন যোদ্ধা সাংবাদিক তথা দুর্বার কলম পত্রিকার সম্পাদক মাননীয় অমর নস্কর মহাশয় কে সাহিত্য পরিষদের পক্ষ থেকে নাগরিক সম্মানে সম্মানিত করা হয় ফুল, উত্তরীয় ও মানপত্র প্রদান করে। শারদ সংখ্যার বইটির আবরণ উন্মোচন করেন অমর নস্কর এবং আরেকটি বই যৌথভাবে আবরণ উন্মোচন করেন জয়গোপাল গ্ৰামবিকাশ কেন্দ্রের সম্পাদক বিশ্বজিৎ মহাকুড় ও সুন্দরবনের প্রখ্যাত কবি বিশ্বজিৎ মিত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সুন্দরবন গবেষক প্রাবন্ধিক ও সাংবাদিক প্রভুদান হালদার এবং বাংলা একাডেমির সদস্য প্রাক্তন অধ্যাপক যতীন সরকার, মাধ্যমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সাংসদ হরিপদ বৈদ্য শিক্ষক অতনু গায়েন সহ অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে সুন্দরবনের সঙ্গে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের প্রায় ৭০ জন কবি এদিন কবিতা পাঠ, সংগীত ও সাহিত্য আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভুদান হালদার ও বিবেকপাল এবং সঞ্চালনা‌ করেন নীলাঞ্জনা পত্র ও ননী গোপাল সরদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *