Spread the love

বং সিনেমেটিক সংস্থা র সাংবাদিক সম্বর্ধনা ও “বঙ্গ সন্তান সম্মাননা”


দীপঙ্কর সমাদ্দার: ২০শে ফেব্রুয়ারি কলিকাতা প্রেস ক্লাবে প্রখ্যাত ব্যক্তিত্বদের উপস্থিতিতে বং সিনেমাটিক সংস্থা আয়োজন করেছিল সাংবাদিক সংবর্ধনা ও “বঙ্গ সন্তান সম্মাননা ২০২৪”। জীবিকার তাগিদেই মানুষ তার প্রফেশন বেছে নেয়, তার মধ্য কিছু কিছু দারুন দারুন কাজে সাধারণ মানুষ যেখানে উপকৃত হয়, আনন্দিত হয় অন্য ধরনের একটা মানুষের প্রফেশনাল কাজের জন্য মানুষ তাকে মনে রাখে, এবং অনেকে প্রফেশনাল কাজকর্ম করার পরেও সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াইয়ে সহযোগিতা করে অথবা তাদের বাঁচতে সাহায্য করে আবার কিছু কিছু দুঃসাহসিক সাংবাদিকেরা জীবনকে বাজি রেখে সংবাদ সংগ্রহ করে সমাজকে সুসংগঠিত হবার লক্ষ্যে পৌঁছে দেয় সেইসব মানুষদের কথা মাথায় রেখেই এরকম একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন।। সম্মানীয় অতিথির আসন অলংকৃত করেছিলেন পন্ডিত মল্লার ঘোষ ,মল্লিকা ঘোষ, শেখ আজগর আলী ,ডক্টর রবিন চক্রবর্তী, বিশিষ্ট সংগীত শিল্পী সৌমিত্র বন্দ্যোপাধ্যায় এর মত সমাজের গুণী সম্মানীয় ব্যক্তিরা।। সমাজের বিভিন্ন স্তরে নবাগত ও প্রতিষ্ঠিত শিল্পী ও কলাকুশলীদের এবং বিশিষ্ট পারদর্শিকাতার সাথে যেসব সাংবাদিকরা কাজ করেছেন তাদের “বঙ্গসন্তান সম্মাননা” স্মারক তুলে দেন । সঞ্চালক ধ্রুবজ্যোতি সেন এর সুমিষ্ট কন্ঠে সমগ্র প্রেসক্লাবটি একটি সুন্দর অনুষ্ঠান গৃহের পরিবেশ সৃষ্টি করল। বং সিনেমাটিক এর পক্ষে উদ্যোক্তারা জানালেন সারাবছর তাঁরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ফিল্ম ও সামাজিক কাজে তারা কাজ করে আসছেন এবং বিশেষ ভাবে নবাগত শিল্পী দের সুযোগ এর মাধ্যমে তাঁদের এগিয়ে দেওয়াই তাঁদের মূল লক্ষ ।।এই দিন এই অনুষ্ঠানে সম্মানিত হন বঙ্গ সন্তান ২০২4 সৌমেন সাহা , ত্রিয়াশা পান্ডিত , ভিশাল খান্না , প্রসূন দাস , বিশ্বজিৎ ব্যানার্জী , সনিয়া , কমল সাহা , কুশল বসু রায় , সোমা দাস, দীপঙ্কর সমাদ্দার,অজয় ভট্টাচার্য ,অনন্যা দাস বিশ্বাস , অংশুমান ঠাকুর ।। বঙ্গসন্তান স্মারক এ সম্মানিত করা হয় দীর্ঘদিন ধরে পারদর্শিকা র সাথে সাংবাদিকতা করে আসছেন যেসব সাংবাদিকেরা তাদের মধ্যে উল্লেখযোগ্য মোল্লা জসিমউদ্দিন, তনুশ্রী গুহ, সামির পাত্র, অনিমেশ সাহা , কৃষ্ণ প্রসাদ পাত্র, নুপুর সিনহা। এই মঞ্চ থেকে কলকাতা প্রেস ক্লাব কর্তৃপক্ষ কে সম্মান জানানো হয়। সংস্থার কর্ণধার বিস্বরূপ সিনহা , মনোতোষ বেরা , সম্পাদিকা সিনজন সরকার , বিশ্বজিৎ পাল, দেবজিৎ ভট্টাচার্য, অনুপ কুমার সামন্ত ও বুলু গোস্বামী এদেরকে প্রত্যেককেই উপস্থিত সম্মানীয় অতিথি এবং বঙ্গ সন্তান স্মারকের ভূষিত গুণী মানুষেরা উচ্চ প্রশংসা করেন তাদের এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করে আসছেন খুব সুনামের সাথে এ রকমই একজন মানুষ বিশ্বরূপ সিনহা জানালেন খুব শীঘ্রই বং সিনেমাটি সংস্থা উপহার দিতে চলেছে একটি শর্ট ফিল্ম “মুক্তি”। সম্পাদিকা সিনজন সরকার জানালেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের কাজের জন্য সম্মানিত করতে পারলে তাদের কাজের উৎসাহ এবং গুরুত্ব অনেক বেড়ে যায়, আগামী দিনে আরো আরো আরো নবাগত ও গুণী মানুষদের কাজকর্মে আমাদের বঙ্গ উপকৃত হোক, এই আশা করি। এক কথায় সমগ্র অনুষ্ঠানটি ছিল নতুনত্বের চমক এবং মনোগ্রাহী বটে, সঞ্চালনার জন্য ধ্রুবজ্যোতি সেন প্রশংসার দাবি রাখে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *