Spread the love

ফেসবুকে আর্থিক প্রতারক কে মুম্বাই থেকে গ্রেপ্তার করে আনলো কলকাতা পুলিশ 

মোল্লা শফিকুল ইসলাম দুলাল,

, ফেসবুকে প্রতারণার ফাঁদে পড়ে লক্ষ লক্ষ টাকা হারিয়েছিলেন কলকাতার এক চিকিৎসক। বাধ্য হয়ে তিনি কলকাতা পুলিশের দারস্থ হয়েছিলেন। সূদুর মুম্বাই থেকে অভিযুক্ত কে গ্রেপ্তার করে আনলো কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ সূত্রে প্রকাশ,  এক চিকিত্‍সক তাঁর জনৈক ফেসবুক বান্ধবীর আবেদনে বেশ কিছু সোনার পাত বা গোল্ড বার কিনতে রাজি হন। তাঁকে ফেসবুকেই সোনায় বিনিয়োগ করার নানারকম লোভনীয় আহ্বান জানানো হয়। একবার নয়, একাধিক বার। আর্থিক বিষয়েই নানা আলোচনা হয় ওই চিকিত্‍সকের সঙ্গে। কিন্তু প্রথমে রাজি হলেও গোল্ড বার কেনার বিষয়ে পরে পিছিয়ে আসেন ওই চিকিত্‍সক। ইতিমধ্যে বিনিয়োগ করা টাকা ফেরত চাইলে যথারীতি সেই বান্ধবী উধাও হয়ে যায়। চিকিত্‍সক দেখেন ‘রেজর পে’ অ্যাপের মাধ্যমে ৪২ লক্ষ টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে। কলকাতা পুলিশ চিকিত্‍সকের এই অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে। যে অ্যাকাউন্টে ওই খোয়া যাওয়া টাকা জমে পড়েছে তার মালিকের সন্ধানে সম্প্রতি  মুম্বই যান পুলিশ কর্তারা। স্থানীয় পুলিশের সহায়তার থানে থেকে আসিফ আলি আহমেদ শেখকে গ্রেফতার করা হয়। আরও এক অভিযুক্ত দিলীপ সজনানির বাড়িতেও হানা দেয় পুলিশ। সেখান থেকে নগদ ৬১.৮ লক্ষ টাকা। তিন কিলোগ্রাম সোনা এবং বেশ কিছু জরুরি কাগজপত্র উদ্ধার হয়। গোটা ঘটনার কথা ফেসবুক পেজে জানিয়েছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের এই সাফল্যে খুশি আপামর মহানগরবাসী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *