প্রয়াত দেবাশীষ ঘটকের মৃত্যুবার্ষিকীতে একগুচ্ছ উদ্যোগ,
কাজল মিত্র , আসানসোল ; প্রয়াত দেবাশীষ ঘটকের ১৫তম মৃত্যুবার্ষিকীতে সোমবার দেবাশীষ ঘটক ফাউন্ডেশনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচির আয়োজন করা হয়।যেখানে দেবাশীষ ঘটকের মৃত্যুবার্ষিকীতে দেবাশীষ ঘটকের মূর্তির পাদদেশে শ্রদ্ধা জানাতে আসানসোল শিল্পাঞ্চল এর বহুমানুষ ভিড় জমান।প্রভাত ফেরির মাধ্যমে এই অনুষ্ঠান এর শুভ সূচনা হয়।যেখানে হাজার হাজার মানুষ ইনটাক জেলা সভাপতি অভিজিৎ ঘটকের নেতৃত্বে অংশ নিয়েছিল।আসানসোলের চেলিডাঙ্গা ও আশপাশের এলাকা প্রদক্ষিণ শেষে প্রভাত ফেরি দেবাশীষ ঘটকের মূর্তির সামনে গিয়ে শেষ হয়। এদিন আসানসোল পৌরসভার চেয়ারপারসন অমরনাথ চ্যাটার্জি, অভিজিৎ ঘটক সহ বিপুল সংখ্যক মানুষ এখানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।এছাড়াও এদিন এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে দক্ষিণ থানার ইনচার্জ অভিজিৎ চ্যাটার্জি, পিন্টু কর্মকার, দেবেন্দ্র বেদী, শাহীন ইকবাল, আবু কোনেন, শিক্ষক নেতা মুকেশ ঝা, মনোজ রাজাক, রাকেশ কেডিয়া, পিন্টু গুপ্ত, রাজা গুপ্ত, বিমল জালান, চাঙ্কি সিং সহ শতাধিক মানুষ উপস্থিত ছিল।একইসাথে এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের পাশাপাশি আছড়া সর্বধর্ম সভা অনুষ্ঠিত হয়। এরপর স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।একই সাথে এখানে শতাধিক অসহায় গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।