Spread the love

সেখ সামসুদ্দিন,

  ;  আলিগড় মুসলিম ইউনিভার্সিটি  কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত মেমারি ‘জামিয়া ইসলামিয়া মদীনাতুল উলূম’ পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। জন্মলগ্ন থেকেই এই প্রতিষ্ঠান শিক্ষাদানের পাশাপাশি অসহায় ও দুঃস্থ মানুষদের বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে চলেছে। তারই অঙ্গ হিসাবে শুক্রবার  মেমারি জামিয়া ক‍্যাম্পাস থেকে সম্বলহীন ১০০০ জনের হাতে শীতবস্ত্র ব্ল‍্যাঙ্কেট, ১৭ জনকে ভ‍্যান রিক্সা ও দুই প্রতিবন্ধী ভাইকে ট্রাইসাইকেল প্রদান করা হয়। ভারতীয় বংশ্দভূত ইংল‍্যান্ড নিবাসী হামিদ মালিক সাহেবের অর্গানাইজেশন পিপল নিডস ইউকে-র সহযোগিতায় মেমারি জামিয়ার পরিচালনায় জামিয়া প্রাঙ্গণ থেকে  সহায়তা প্রদান করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন  প্রবাসী ভারতীয় ইংল‍্যান্ড নিবাসী হামিদ মালিক, এসডিপিও আমিনুল ইসলাম খান, বিধায়ক প্রতিনিধি মহঃ জাহাঙ্গীর, মেমারি পুরপ্রশাসক স্বপন বিষয়ী,  পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, কর্মাধ‍্যক্ষ আব্দুল হালিম, বিডিও প্রতিনিধি শুভেন্দু সাঁই, সমাজসেবী স্বপন ঘোষাল, প্রাক্তন কাউন্সিলর ডাঃ চিরঞ্জীব ঘোষ, সেখ আসাদউদ্দিন মেমারি বিদ‍্যাসাগর স্মৃতি বিদ‍্যামন্দির শাখা ২ এর প্রধান শিক্ষক সুব্রত মুখার্জী সহ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ এবং জামিয়ার অধ‍্যক্ষ কাজী সামসুদ্দিন আহামাদ ও জামিয়া পরিচালনে সর্বময় কর্তা কাজী মহঃ ইয়াসিন। এদিন প্রবাসী ভারতীয় হামিদ মালিক শিক্ষার উপর জোর দেওয়ার কথা সর্বাগ্রে প্রয়োজন। তারপর ঈশ্বরের প্রতি প্রার্থনা জরুরি, আমাদের পাপের ফল হিসাবে পৃথিবীতে নানান ভাবে দুর্যোগ আসে। সামসুদ্দিন সাহেব বলেন এখানে সম্প্রীতির সেতুবন্ধনে সকল ধর্মের মানুষকে সহায়তা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *