Spread the love

প্রকাশিত হলো “একাঙ্ক নাটকের সংকলন ” ও পরিবেশিত হলো নতুন নাটক ” মৌন বাঁশরী “


ইন্দ্রজিৎ আইচ
………………………………………..
অঙ্গন বেলঘরিয়া এই মুহূর্তে থিয়েটারের জগতে এক উল্লেখ যোগ্য নাম। তাদের আয়োজনে
সম্প্রতি একাডেমী মঞ্চে সায়ন্তন পাবলিকেশন থেকে প্রকাশিত হলো নাট্যকার বেবী সেনগুপ্তর
প্রথম নাটকের বই ” একাঙ্ক
নাটকের সংকলন ” । এই বইয়ের আবরণ উন্মোচন করেন বিখ্যাত নাট্যকার চন্দন সেন, অভিনেতা সঞ্জীব সরকার, ড: হৈমন্তী চট্টোপাধ্যায়, ই জেড সি সি র প্রধান,অভিজিৎ চট্টোপাধ্যায়,
সায়ন্তন পাবলিকেশন এর প্রধান দিলীপ দত্ত, প্রচ্ছদ শিল্পী রাজেশ দে ও নাট্যকার বেবী সেনগুপ্ত।
সকলেই বেবী র নাটক সর্ম্পকে দু এক কথা বলেন এবং এই বইয়ের সার্বিক সাফল্য কামনা করেন। সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন জনপ্রিয় নাট্য অভিনেতা মুরারী মুখোপাধ্যায়।
নাট্যকার বেবী সেনগুপ্ত এই অঙ্গন বেলঘরিয়া র অন্যতম সদস্য। তিনি এই দলের হয়ে দীর্ঘ দিন ধরে নাটক লেখা, নাটক নির্মাণ, নির্দেশনা ও অভিনয় করে চলেছেন। তার লেখা বহু নাটক অঙ্গন বেলঘরিয়া মঞ্চস্থ করেছেন। তার নাটক দেশ ও বিদেশে নাট্য মহলে প্রশংসিত হয়েছে এবং পুরস্কৃত হয়েছে।
এইদিন এই নাটকের বই প্রকাশ এর পর মঞ্চস্থ হয় অঙ্গন বেলঘরিয়া র নতুন নাটক
” মৌন বাঁশরী “। নাটক সঞ্জয়
চট্টোপাধ্যায়। নির্দেশনায় ছিলেন অভি সেনগুপ্ত। এই মুহূর্তে এই দু ঘণ্টার নাটক টি নাট্যমোদি দর্শকদের কাছে দারুন ভাবে সারা ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *